Main Menu

হজ পালন করতে পায়ে হেঁটে ব্রিটেন থেকে সৌদি আরব

নিউজ ডেস্ক:
হজ পালন করতে পায়ে হেঁটে ব্রিটেন থেকে সৌদি আরবে পৌঁছেছেন ব্রিটিশ নাগরিক আদম মুহাম্মদ। চলতি বছরের হজ পালন করতে ব্রিটেন থেকে হেঁটে এরই মধ্যে সৌদি আরবে পৌঁছেছেন তিনি।

৫২ বছর বয়সী মুহাম্মদের সৌদি পৌঁছাতে সময় লেগেছে ১১ মাস ২৬ দিন। এজন্য তাকে পাড়ি দিতে হয়েছে ছয় হাজার পাঁচশ কিলোমিটার পথ। সৌদি পৌঁছাতে নেদারল্যান্ডস, জার্মানি, চেক রিপাবলিক, হাঙ্গেরি, রোমানিয়া, বুলগেরিয়া, তুরস্ক, লেবানন, সিরিয়া ও জর্ডান দিয়ে আসতে হয়েছে তাকে।

জানা গেছে, তিনি দিনে গড়ে ১৭ দশমিক আট কিলোমিটার হেঁটেছেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে ২৬ জুন তিনি মক্কার আয়েশা মসজিদে পৌঁছান।

এসময় পবিত্র নগরীতে তাকে স্বাগত জানান অসংখ্য হজযাত্রী, স্থানীয় বাসিন্দা ও আগেই উড়ে আসা তার দুই কন্যা।

মুহাম্মাদ বলেন, আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরে অনেক আনন্দিত। তাছাড়া অন্যান্য দেশের পাশাপাশি সৌদির নাগরিকদের ভালোবাসা পেয়ে আমি অভিভূত। হজ পালনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, কারণ এটি আমার বড় স্বপ্ন।

মুহাম্মাদ আরও বলেন, এমন কঠিন কাজ সম্পন্ন ও হজ করতে এখানে আসা সম্ভব হওয়ায় আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। এটা আমার জন্য সহজ ছিল না, কিন্তু আল্লাহর জন্যই আমি দীর্ঘ পথ হেঁটে পাড়ি দিয়েছি।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *