হজের খুতবা সম্প্রচার হবে বাংলাসহ ১৪ ভাষায়

ইসলাম ডেস্ক:
পবিত্র হজের খুতবা এবার বাংলাসহ ১৪টি ভাষায় সৌদি আরবের সরকারি ওয়েবসাইট থেকে লাইভ অনুবাদ সম্প্রচার হবে। আরও বেশি শ্রোতার কাছে সংযম ও সহনশীলতার বার্তা পৌঁছে দিতেই এ পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার।
সৌদি আরব সরকারের উদ্ধৃতি দিয়ে শনিবার (২ জুলাই) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আরব নিউজ।
গত বছরও বাংলাসহ ১০ ভাষায় এই অনুবাদ সম্প্রচার করা হয়েছিল। এবার সেই তালিকায় নতুন করে আরও চারটি ভাষা যোগ হলো।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, আগামী শুক্রবার (৮ জুলাই) আরাফাত দিবসে মক্কার নামিরাহ মসজিদ থেকে হজের খুতবা দেওয়া হবে। আরবিতে দেওয়া মূল খুতবার পাশাপাশি সৌদি আরবের সরকারি ওয়েবসাইট থেকে লাইভ অনুবাদ সম্প্রচার করা হবে।
দুই পবিত্র মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির সভাপতি আবদুল রহমান আল-সুদাইস বলেছেন, সৌদি নেতৃত্ব মসজিদুল হারাম এবং মসজিদে নববীর পরিষেবার উন্নয়নে অন্তহীন সহায়তা দিচ্ছে।
গত বছর ইংরেজি, ফরাসি, মালয়, উর্দু, ফার্সি, রুশ, চীনা, বাংলা, তুর্কি ও হাউসা ভাষায় অনুবাদ আকারে খুতবা সম্প্রচার করা হয়েছিল। এবার সে তালিকায় নতুন করে যুক্ত হওয়া চার ভাষা হচ্ছে স্প্যানিশ, ভারতীয়, সোয়াহিলি ও তামিল।
Related News

দেশের অন্যতম ছোট মসজিদ সিলেটের রাজনগরে!
বিদেশবার্তা২৪ ডেস্ক: সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ব্রাহ্মণগাঁও কাজী খন্দকার মাজার এলাকায় দেখা মিললRead More

সাদাকা মহান আল্লাহর গোস্কাকে ঠাণ্ডা করে দেয়: আসজাদ মাদানি
বিদেশবার্তা২৪ ডেস্ক: সাদাকা মহান আল্লাহর গোস্বাকে ঠাণ্ডা করে দেয়। সাদাকা শেষ বিচারের দিনে মুমিন বান্দাকেRead More