সিলেটে ৮৩৭ কোটি টাকা কর আদায়

স্টাফ রিপোর্ট:
সদ্য গত হওয়া অর্থ বছরে সিলেট কর অঞ্চল ৮৩৭ কোটি টাকা রাজস্ব আহরণ করেছে। যা এ কর অঞ্চলের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আহরণের হার প্রায় ১০৫ ভাগ।
সিলেট কর অঞ্চল কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২১-২২ অর্থ বছরে সিলেট কর অঞ্চলে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৮০০ কোটি টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে কর আদায় হয়েছে ৮৩৭ কোটি টাকা।
এর আগে, ২০২০-২১ অর্থ বছরে কর আদায়ের লক্ষ্যমাত্রা ৭২৫ কোটি টাকা থাকলেও আহরণের পরিমাণ ছিল প্রায় ৬৮৮ কোটি টাকা।
২০২০-২১ অর্থ বছরের রাজস্ব আদায়ের তুলনায় এবার ২০২১-২২ অর্থ বছরে রাজস্ব আহরণের প্রবৃদ্ধি ২১.৭০ ভাগ।
এ প্রসঙ্গে সিলেট কর অঞ্চলের কর কমিশনার মো. আবুল কালাম আজাদ বলেন, সিলেট কর অঞ্চলের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রচেষ্টায় সদ্য গত হওয়া অর্থ বছরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পরিমাণ রাজস্ব আদায় করা সম্ভব হয়েছে। আমরা সকল করদাতা ও অংশীজনকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
তিনি জানান, কর প্রদান নিয়ে মানুষের মধ্য থেকে ভীতি দূর করার চেষ্টা চলছে। এর মাধ্যমে ভবিষ্যতে আরও বেশি কর আদায় সম্ভব হবে।
Related News

সবুজ ধানের চারায় দুলছে কৃষকের স্বপ্ন
নিউজ ডেস্ক: গোয়াইনঘাট উপজেলায় স্মরণকালের ভয়াবহ বন্যায় বোরোর ফসলহানি। যে পানির সঙ্গে কৃষকের মিতালি, সেইRead More

পররাষ্ট্রমন্ত্রীর স্মৃতিবিজড়িত ইন্দ্রানী দিঘী ‘উদ্ধারে’ সিসিক
নিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ কে আব্দুল মোমেনের শৈশবের স্মৃতিবিজড়িত সিলেটRead More