সৌদিতে ঈদ ৯ জুলাই
নিউজ ডেস্ক:
মধ্যপ্রাচ্য থেকে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। তাই সৌদি আরব ও আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলোতে আগামী ৯ জুলাই ঈদুল আজহা উদযাপন করা হবে।
বুধবার রাতে সৌদি আরবের হারামাইন শারিফাইন নিউজের এক প্রতিবেদনে এই খবর জানানো হয়।
খবরে বলা হয়েছে, সৌদি আরবের সুপ্রিম কোর্ট ঘোষণা করেছে যে, জিলহজ মাসের ১৪৪৩তম চাঁদ বুধবার সন্ধ্যায় দেখা গেছে। এই হিসেবে বুধবার থেকেই সৌদি আরব ও আশপাশের দেশগুলোতে জিলহজ মাসের গণনা শুরু হয়ে গেছে। এবার জিলহজের ৯ তারিখ অর্থাৎ ৮ জুলাই আরাফাতের দিবস পড়েছে। আর ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ৯ জুলাই।
জানা গেছে, বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ দেখতে জাতীয় চাঁদ দেখা কমিটি বৃহস্পতিবার সন্ধ্যায় মিলিত হবে। এদিন হিজরি সনের চাঁদ দেখা গেলে আগামী ১০ জুলাই দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।
Related News
মজার ছলে কাউকে গালি দেওয়া কি ঠিক?
মজার ছলে কাউকে গালি দেওয়া কি ঠিক? আড্ডার সময়ে বন্ধুরা একে অপরের সঙ্গে বিভিন্ন ধরনেরRead More
যৌবনকালের ইবাদতের গুরুত্ব নিয়ে যা বললেন আজহারী
যৌবনকালের ইবাদতের গুরুত্ব নিয়ে যা বললেন আজহারী যৌবনকালের ইবাদত একটি লাভজনক ইনভেস্টমেন্ট বলে মন্তব্য করেছেনRead More