৬ দিন বন্ধ থাকার আজ চালু হচ্ছে ওসমানী বিমানবন্দর

নিউজ ডেস্ক:
বন্যার পানিতে তলিয়ে যাওয়ার কারণে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ ছিল। ৬ দিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার (২৩ জুন) সকাল থেকে ফের বিমান ওঠানামা চালু হচ্ছে। তথ্যটি নিশ্চিত করেছেন বিমানবন্দরের স্টেশন ম্যানেজার আব্দুস সাত্তার।
রানওয়েতে পানি উঠে পড়ায় গত শুক্রবার (১৭ জুন) দুপুরের পর থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেওয়া হয়। পরিবর্তন করা হয় লন্ডন ফ্লাইটের শিডিউল। দু’দিন পর গত রবিবার রানওয়ের পানি নেমে গেলেও বিমান অবতরণের কাজে ব্যবহৃত এপ্রোচ লাইটগুলো তলিয়ে থাকায় বিমানবন্দর চালু করা সম্ভব হয়নি।
একটি সূত্র জানিয়েছে, পানি নেমে যাওয়ার পরও এপ্রোচ লাইটগুলো জ্বলছে না। এ অবস্থায়ও বিমানযাত্রীদের কথা বিবেচনায় বিমানবন্দর চালু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে রাতের ফ্লাইটগুলোর ব্যাপারে বিভিন্ন এয়ারলাইন্স এখনও পুরোপুরি সিদ্ধান্ত নিতে পারেনি, দিনের ফ্লাইটগুলো শিডিউল অনুযায়ী উঠা-নামা করবে।
Related News

আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রাহ.মাজার জিয়ারত করলেন আনোয়ারুজ্জামান
নিউজ ডেস্ক: আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী’র মাজার জিয়ারত করলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More

কিউরিয়াস ফর ট্যালেন্ট’র বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে তাহির আলী ও একলিমিয়া উচ্চ বিদ্যালয়
নাজমুল ইসলাম মকবুল: সিলেটের বিশ্বনাথে শিক্ষা মানোন্নয়নের পাশাপাশি মেধা অন্বেষনের লক্ষ্যে ‘সার্সিং মেরিটস’ শ্লোগানকে সামনেRead More