ত্রাণ নিয়ে মেয়র আরিফকে যা বললেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক:
সেনাবাহিনীকে দিয়ে ত্রাণ তৎপরতা চালাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানিয়েছেন সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী। আজ দুপুরে সিলেট সার্কিট হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের সময় তিনি এ অনুরোধ জানান।
মেয়র আরিফুল হক চৌধুরী এসময় সিলেটের বন্যা পরিস্থিতি তুলে ধরে উদ্ধার এবং ত্রাণ তৎপরতা সম্পর্কে অবগত করেন। এ সময় মেয়র জানান- সিলেটের বাজারে চিঁড়া, গুড়ের দাম বেড়ে গেছে। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। সিলেট সিটি করপোরেশন মাত্র ৩০ টন চাল বরাদ্দ পেয়েছে। এটি বাড়ানোর দাবি জানান তিনি। চারটি মেডিকেল টিম সিলেট নগরে কাজ করছে। আরো লোকবল বাড়ানো গেলে মেডিকেল টিম বাড়ানো যাবে বলে জানান তিনি।
মেয়র জানান- সিলেটের কয়েকটি এলাকা দিয়ে আকস্মিক পানি ঢুকে নগর ডুবে যায়। এজন্য শহর রক্ষা বাঁধের প্রয়োজন। ১৫ কিলোমিটার এলাকায় শহর রক্ষা বাঁধ নির্মাণে প্রকল্প গ্রহণের জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানান।
এসময় প্রধানমন্ত্রী দাবি বাস্তবায়নের আশ্বাস দেন।
বৈঠকে ঢাকা থেকে আসা মন্ত্রী পরিষদের সদস্য, এমপিরা ছাড়াও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ সভাপতি সুব্রত পুরকায়স্থ, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, মহানগর যুবলীগ সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ প্রমুখ উপস্থিত ছিলেন।
Related News

আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রাহ.মাজার জিয়ারত করলেন আনোয়ারুজ্জামান
নিউজ ডেস্ক: আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী’র মাজার জিয়ারত করলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More

কিউরিয়াস ফর ট্যালেন্ট’র বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে তাহির আলী ও একলিমিয়া উচ্চ বিদ্যালয়
নাজমুল ইসলাম মকবুল: সিলেটের বিশ্বনাথে শিক্ষা মানোন্নয়নের পাশাপাশি মেধা অন্বেষনের লক্ষ্যে ‘সার্সিং মেরিটস’ শ্লোগানকে সামনেRead More