দুবাইয়ে শিগগিরই দেখা যাবে উড়ন্ত ট্যাক্সি

বিদেশবার্তা২৪ ডেস্ক:
বিদ্যুচ্চালিত উড়ন্ত ট্যাক্সি চালুর ক্ষেত্রে আরো একধাপ এগিয়েছে দুবাই। চলতি সপ্তাহে দ্য পাম জুমেইরাহর আটলান্টিস থেকে একটি পরীক্ষামূলক ফ্লাইট পরিচালিত হয়েছে।
ব্রাজিলভিত্তিক উড়োজাহাজ নির্মাতা এমব্রেয়ারের সাবসিডিয়ারি ইভ হোল্ডিংয়ের সঙ্গে ৩৫টি বিদ্যুচ্চালিত বাহন ইভিটল চালু নিয়ে একটি চুক্তিপত্রে স্বাক্ষর করেছে আবুধাবিভিত্তিক ফ্যালকন এভিয়েশন সার্ভিসেস।
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) আরবান এয়ার মবিলিটি (ইউএএম) ইকোসিস্টেম তৈরিতে একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছে ইভ ও ফ্যালকন।
ইভের শীর্ষ কর্মকর্তা আন্দ্রে স্টেইন জানান, তারা এমন একটি বাহন তৈরি করছেন, যা স্বয়ংক্রিয়ভাবে চলতে পারবে। তবে শুরুতে একজন পাইলট উড়ন্ত ট্যাক্সিটি পরিচালনা করবেন। আশা করা যাচ্ছে, ২০২৬ সালেই দুবাইয়ে উড়ন্ত এ ট্যাক্সি পরিষেবা দেখা যাবে।
Related News

মহান বিজয় দিবসে সিলেট অনলাইন প্রেসক্লাবের বিভিন্ন কর্মসূচি
মহান বিজয় দিবসে সিলেট অনলাইন প্রেসক্লাবের বিভিন্ন কর্মসূচি মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণRead More

আইএমসি ও ডি-ডব্লিউ একাডেমির আয়োজনে পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা
আইএমসি ও ডি-ডব্লিউ একাডেমির আয়োজনে পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা গণমাধ্যম ইন্সটিটিউট এর আয়োজনে ও ডিRead More