নাগরিক ও প্রবাসীদের জন্য হজের খরচ কমালো সৌদি

প্রবাস ডেস্ক:
নিজ দেশের নাগরিক ও প্রবাসীদের জন্য হজ প্যাকেজের খরচ আগের চেয়ে কমিয়েছে সৌদি সরকার। সৌদি আরবে অবস্থানরত সকলের জন্য পবিত্র হজের তিনটি প্যাকেজ চালু করেছে দেশটির হজ এবং ওমরাহ মন্ত্রণালয়।
এই তিনটির মধ্যে প্রথম প্যাকেজ অর্থাৎ ‘হসপিটালিটি অর্ডিনারি ক্যাম্প’-এর আগের খরচ ধরা হয়েছিল ১০ হাজার ২৩৮ রিয়াল। তা কমিয়ে বর্তমান খরচ নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ৯৮ রিয়াল।
দ্বিতীয় হজ প্যাকেজ অর্থাৎ ‘হসপিটালিটি আপগ্রেডেড ক্যাম্প’-এর মূল্য ছিল ১৩ হাজার ৪৩ রিয়াল, যা কমিয়ে বর্তমান খরচ নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৯৭০ রিয়াল।
আর তৃতীয় অর্থাৎ ‘হসপিটালিটি মিনা টাওয়ারস’ প্যাকেজের আগের মূল্য ১৪ হাজার ৭৩৭ রিয়াল থেকে কমিয়ে করা হয়েছে ১৩ হাজার ৯৪৩ রিয়াল।
তবে সৌদি হজ এবং ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এসব প্যাকেজের মধ্যে হাজীদের মক্কায় যাতায়াতের খরচ এবং ভ্যাট অন্তর্ভুক্ত করা হয়নি। সৌদি নাগরিক এবং প্রবাসীরা মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে অথবা ‘ইতামারনা’ অ্যাপ্লিকেশনের মাধ্যমে পবিত্র হজের জন্য আবেদন করতে পারবেন।
Related News

৬ জুলাই শুরু হচ্ছে কানাডার এক্সপ্রেস এন্ট্রি ড্র: ইমিগ্রেশন মন্ত্রী
নিউজ ডেস্ক: কানাডার অভিবাসন মন্ত্রী শন ফ্রেজার বলেছেন, কানাডার লক্ষ্য ৬ জুলাই বুধবার থেকে এক্সপ্রেসRead More

মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের গ্রেপ্তারে অভিযান শুরু
নিউজ ডেস্ক: মালয়েশিয়া থেকে চলতি মাসেই নিজ নিজ দেশে ফিরতে হবে অবৈধ অভিবাসীদের। ৩০ জুনেরRead More