শ্রীমঙ্গলে চতুর্থ নিলামে ৮ কোটি টাকার চা বিক্রি

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
চলতি মৌসুমে চায়ের চতুর্থ নিলামে প্রায় আট কোটি টাকার চা বিক্রি হয়েছে। চট্টগ্রামের সাতটি ও শ্রীমঙ্গলের চারটি ব্রোকার্সসহ শতাধিক বায়ার নিলামে অংশ নেন। ১১টি ব্রোকার্সের মাধ্যমে নিলামে ৩০টি বাগানের মোট তিন লাখ ৪৬ হাজার ১শ’ কেজি চা তোলা হয়। সবচেয়ে বেশি দামে (প্রতি কেজি ২৬১ টাকা) বিক্রি হয়েছে চট্টগ্রামের কর্ণফুলী বাগানের চা।
বুধবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার অডিটোরিয়ামে নিলাম কার্যক্রম সম্পন্ন হয়।
শ্রীমঙ্গল ব্রোকার্সের পরিচালক হেলাল আহমদ জানান, শ্রীমঙ্গলের চারটি ব্রোকার্সের মাধ্যমে এক লাখ ৭৫ হাজার কেজি চা তোলা হয়েছে। তার মধ্যে প্রায় সব চা বিক্রি হয়ে গেছে।
চট্টগ্রামের প্রোগ্রেসিভ ব্রোকার্সের নির্বাহী কর্মকর্তা জনি দেব জানান, মৌসুমের চতুর্থ চা নিলামে শ্রীমঙ্গলে বেশি চা বিক্রি হয়েছে। তার মধ্যে কর্ণফুলী বাগানের চা বেশি দামে বিক্রি হয়। তবে আগামী নিলামে চা বিক্রি আরও বাড়বে। চট্টগ্রামের সাতটি ব্রোকার্সের মাধ্যমে এক লাখ ৭১ হাজার ১শ’ কেজি চা তোলা হয়। তার মধ্যে সব চা বিক্রি হয়েছে।
নাহার চা বাগানের ব্যবস্থাপক পীযুষ কান্তি ভট্টচার্য বলেন, ‘চতুর্থ নিলামে আমাদের সিটি গ্রুপের কর্ণফুলী বাগানের চা বেশি দামে বিক্রি হয়। আমরা
Related News

সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক
সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক চলতি বোরো আবাদ মৌসুমে সুনামগঞ্জের বেশ কয়েকটি হাওরে জলাবদ্ধতার কারণেRead More

ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: মির্জা ফখরুল
ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,Read More