Main Menu

শ্রীমঙ্গলে রানী এলিজাবেথ এর সিংহাসন আরোহণের ৭০ বছরপূর্তি উদযাপন

নিউজ ডেস্ক:
বৃটিশ রানী এলিজাবেথ এর সিংহাসন আরোহণের ৭০ বছরপূর্তি উদযাপন উপলক্ষে কেক কেটে ও মশাল প্রজ্জ্বোলন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুন) রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাধানগর পাঁচ তারকা মানের হোটেল গ্র্যান্ড সুলতান টি রিসোর্টে এন্ড গলফে মশাল প্রজ্জ্বলন ও কেক কাটেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন। এর আগে রানী এলিজাবেথ এর বিভিন্ন কর্মকান্ড নিয়ে একটি ডকুমেন্টরী প্রদর্শন
করা হয়। এসময়
উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিছবাহুর রহমান, শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়া মধু, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো.
ফজলুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, ব্রিটিশ হাই কমিশনারের প্রেস সচিব নায়ন নাথসহ প্রমুখ।

রাণী দ্বিতীয় এলিজাবেথ আলেকজান্দ্রা মেরি উইন্ডসর ১৯২৬ সালের ২১শে এপ্রিল লন্ডনে জন্মগ্রহণ করেন। পিতা ৬ষ্ঠ জর্জের মৃত্যুর পর মাত্র ২৬ বছর বয়সে ১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারী সিংহাসনে আরোহণ করেন। রাজ্যাভিষেক হয় ২ জুন ১৯৫৩ সালে।
দীর্ঘ ৭০ বছর পৃথিবীব্যাপী নানা পরিবর্তন ঘটে গেছে, কালীর স্বাক্ষী হিসাবে ক্ষমতার শীর্ষ থেকে অবলোকন করেছেন তিঁনি।সিংহাসনে আরোহণের ৭০ বছর প্লাটিনাম জুবলী উদযাপন করছে ব্রিটেন সহ কমনওয়েলথ ভুক্ত বিভিন্ন দেশ। ব্রিটেনের পাশাপাশি অফিসিয়ালি কানাডা, অষ্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকায়ও তাকে রানীর মর্যাদা দেয়া হয়েছে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *