Main Menu

সিলেট ওসমানী হাসপাতালে এম্বুলেন্স চাপায় বৃদ্ধ নিহত

স্টাফ রিপোর্ট:
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সামনে এম্বুলেন্স চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (২৩ মে) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মালিকের বাড়ি মৌলভীবাজারে।

ওসমানী হাসপাতাল ফাঁড়ি পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ২ টার দিকে হাসপাতালের জরুরী বিভাগের সামনে পার্কিং করার সময় আব্দুল মালিককে চাপা দেয় একটি বেসরকারি প্রতিষ্ঠানের এম্বুলেন্স। সাথে সাথে জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ওসমানী হাসপাতালের জরুরী বিভাগের সমন্বয়ক ডা কায়সার খোকন বলেন, আমাদের এখানে আসার আগেই আব্দুল মালিক মারা যান। তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন।

এদিকে, হাসপাতালের একাধিক চিকিৎসক জানান, হাসপাতাল চত্বরের ভেতরে সবসময় বেসরকারি এম্বুলেন্স ভিড় করে থাকে। তাদের কারণে রোগীদেরও দুর্ভোগ পোহাতে হয়। এসব এম্বুলেন্সের অদক্ষ চালকরা হাসপাতাল চত্বরেও বেপরোয়া গতিতে গাড়ি চালায়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্লাহ তাহের বলেন, পুলিশ এম্বুলেন্সটি আটক করেছে। তবে তার চালক সজিব আহমদ পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে।

এদিকে ওসমানী হাসপাতাল ফাঁড়ি পুলিশ সূত্রে জানা যায়, সজিব আহমদ এম্বুলেন্সটির চালকের সহকারি। সে চালকের অনুপস্থিতিতে এম্বুলেন্সটি চালাচ্ছিলেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *