ইতালির পুগলিয়ায় কৃষিশ্রমিক ঘাটতি, বিদেশি শ্রমিক আনার দাবি
বিদেশবার্তা২৪ ডেস্ক:
ইতালির দক্ষিণের পুগলিয়া অঞ্চলে কৃষি খামারে কর্মীদের সংখ্যায় ঘাটতি দেখা দিয়েছে বলে জানিয়েছে সেখানকার কৃষক সমিতি৷ কৃষক সমিতি ‘কোলডিরেটটি’ জানায়, এই অঞ্চলের চেরি অর্কিড এবং টমেটো খামারে কাজ করার মতো পর্যাপ্ত লোকবল নেই৷ এই কারণে ৩০ হাজার কর্মদিবস নষ্ট হচ্ছে৷ এমন কর্মী ঘাটতির কারণে সেখানকার কৃষি উৎপাদনও ব্যাহত হচ্ছে বলে জানান তারা৷
কর্মী সংকট কাটাতে ইউরোপের বাইরে থেকে কৃষিশ্রমিক আনার দাবি জানিয়েছেন সমিতির নেতারা৷
এদিকে ইতালির কৃষি ও অর্থনীতি বিষয়ক গবেষণা সংস্থা সিআরইএ-এর তথ্যমতে,এই ঘাটতি পূরণ করতে প্রতি মৌসুমে গড়ে ১২ লাখ শ্রমিক প্রয়োজন৷কোলডিরেটটি-এর পুগলিয়া শাখা কর্তৃপক্ষ বলেন, ইতালি সরকার গ্রিনপাস অর্থাৎ করোনা টিকা অথবা রোগমুক্তির সনদ থাকার বাধ্যবাধকতা বাতিল করার পর বিদেশি কর্মীরা আবার সহজেই মাঠে ফিরে আসবে৷ পাশাপাশি, ইতালির কৃষিকাজও দ্রুত হবে৷এই পদক্ষেপের ফলে বিদেশি কর্মীদের দীর্ঘ আমলাতান্ত্রিক জটিলতা পোহাতে হবে না৷ এখন তাদের ইতালি আনার প্রক্রিয়া দ্রুততর করে কর্মীদের ঘাটতি মেটানো সম্ভব৷
কৃষক সমিতির মতে, পুগলিয়ার এক-চতুর্থাংশের খাদ্যশস্য উৎপাদন হয় বিদেশি শ্রমিকদের শ্রমের ফলেই৷ সমিতি জানায় পুগলিয়ার কৃষিখাতে ৩৯ হাজার বিদেশি শ্রমিক কর্মরত৷ কৃষিখাতের উৎপাদন ধরে রাখতে যে শ্রম প্রয়োজন তার শতকরা ২২.৪ শতাংশই এই বিদেশি শ্রমিকদের দিয়ে হয়ে থাকে৷
সমিতির তথ্য অনুযায়ী, এই সব বিদেশি কর্মীরা বেশিরভাগই নির্দিষ্ট মেয়াদি চুক্তিতে কাজ করেন৷তারা কাজের মৌসুমে অন্য দেশ থেকে আসেন এবং মৌসুম শেষ হলে ফিরে যান৷ বিশেষ করে টমেটো, অ্যাসপারাগাস এবং আর্টিচোক উৎপাদনে বিদেশি দক্ষ কর্মীদের অবদান যথেষ্ট৷
কৃষকদের এই সমিতি আরো জানায়, এই এলাকার প্রতি চারটি ফসলের মধ্যে একটি ফসল উৎপাদনের ক্ষেত্রে বিদেশি শ্রমিকের অবদান রয়েছে৷এই উৎপাদন ধরে রাখার জন্য কৃষিশ্রমিকদের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ৷
Related News
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত দুবাই ভ্রমণের পরিকল্পনাকারী ভারতীয় পর্যটকদের জন্য সংযুক্ত আরবRead More
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিকRead More