গোপালগঞ্জে বাস-প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৭

নিউজ ডেস্ক:
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত হয়েছেন সাতজন। এছাড়াও আহত হয়েছেন অন্তত আরও ১০ জন। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে জানা যায়।
শনিবার (১৪ মে) বেলা ১১টার দিকে মহাসড়কের মিল্টন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে আমরা এ পর্যন্ত সাতজনের লাশ উদ্ধার করেছি। গাড়ির নিচে আরও একজনের লাশ থাকতে পারে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, ৩০ জনের মতো আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হচ্ছে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।
Related News

লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া অবশেষে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশযাত্রার দিনক্ষণRead More

বাংলাদেশি নার্স নেবে সৌদি আরব: তথ্য পাঠানোর আহ্বান বোয়েসেল’র
সৌদি আরবে আফরাস ট্রেডিং এন্ড কন্ট্রাকটিং কোম্পানিতে ফিমেল নার্সিং স্পেশালিস্ট হিসেবে বাংলাদেশি নার্স নিয়োগ দেয়াRead More