লেবাননে দুই মানবপাচারকারীসহ ২৩ অভিবাসী আটক
আন্তর্জাতিক ডেস্ক:
সাগরের মাধ্যমে সাইপ্রাস ত্যাগে যাত্রাকালে ২ মানবপাচারকারী এবং ২৩ জন অবৈধ অভিবাসীকে উত্তর লেবানন থেকে আটক করা হয়েছে। আটক অভিবাসীরা সিরিয়ান জাতীয়তার। লেবাননে জাতীয় নিউজ স্বংস্থা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মানবপাচারকারীরা রাতের বেলায় অভিবাসীদের সাইপ্রাস থেকে উত্তরের শহর ত্রিপৌলি পৌছে দেয়। বিনিময়ে প্রত্যেক অভিবাসীর কাছ থেকে ৩ হাজার মার্কিন ডলার নিয়ে আসছিল। এমন খবরে অভিযান চালিয়ে দুই মানবপাচারকারী সহ ২৩ অভিবাসীকে আটক করা হয়।
আটক মানবপাচারকারী এবং অভিবাসীদেরকে আইনি এবং তদন্ত প্রক্রিয়ার জন্য বিচার বিভাগীয় স্বংস্থার কাছে পাঠানো হয়েছে।
লেবানন অভূতপূর্ব অর্থনৈতিক সংকটে পড়ার কারনে কিছু মানুষকে জোর করে দেশ ছাড়তে বাধ্য করছে। সম্প্রতি ত্রিপোলি উপকূলে নৌকায় করে আসা কয়েক ডজন লেবানন এবং সিরিয়ান অভিবাসী ডুবে যায়। লেবানন আর্মি ৪৫ জনকে উদ্ধার করলেও, বাকিদের অনুসন্ধান এখনও চলছে।
Related News
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত দুবাই ভ্রমণের পরিকল্পনাকারী ভারতীয় পর্যটকদের জন্য সংযুক্ত আরবRead More
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিকRead More