মালেয়েশিয়ায় রোহিঙ্গাদের গ্রেপ্তারে অভিযান চলছে

বিদেশবার্তা২৪ ডেস্ক:
মালেয়েশিয়ান ডিটেনশন সেন্টার ভেঙে পালিয়েছে ৫২৮ রোহিঙ্গা। বুধবার এসব রোহিঙ্গা অভিবাসী পালিয়ে গেলেও এখনও অন্তত ১০০ এর বেশি অভিবাসী আটক করতে পারেনি দেশটির পুলিশ। তারা এখনও বাইরে মুক্তভাবেই ঘুরছে। পুলিশ তাদের ধরতে সর্বোচ্চ চেষ্টা করছে।
মালয়েশিয়ান অভিবাসন বিভাগ থেকে বলা হয়, বুধবার সকাল ৪ টা ৩০ এর দিকে সাঙ্গাই ডিটেনশন সেন্টারে দাঙ্গার শুরু হয়। এরপর ব্লকের দরজা এবং গ্রিল ভেঙে তারা পালিয়ে যায়।
২ জন শিশুসহ ৬ জন পালাতে গিয়ে গাড়ি দুর্ঘটনায় মারা যায়। পরের দিন সকাল ১০ টার মধ্যেই ৩৬২ জনকে আটক করে পুলিশ।
কেদাহ পুলিশ প্রধান ওয়ান হাসান ওয়ান আহমেদ বলেন, পুলিশ তাদের ধরতে অপারেশন চালিয়ে যাবে। ৮৮ জনের মধ্যে ৭১ জন পুরুষ এবং ৯ জন মহিলা এবং ৮ জন শিশু। তারা সবাই মিয়ানমার থেকে এসেছে।
জাতিসংঘের হাই কমিশন(ইউএনএইচসিআর) এর মতে মালয়েশিয়ায় শরণার্থীদের সাথে আচরণ করার জন্য কোন আইনি বা প্রসাশনিক বিধান নেই। মালয়েশিয়ায় ইউএনএইচসিআর এ নিবন্ধিত আশ্রয় প্রত্যাশীদের অর্ধেকেরও বেশি হলো মিয়ানমার থেকে আশা এসব রোহিঙ্গা।
Related News

নির্মমতার বর্ণনা দিলেন সৌদি ফেরত ২ নারী
ডেস্ক রিপোর্ট: স্বপ্ন দেখেছিলেন একটু স্বচ্ছল জীবন-যাপনের। সেই আশা নিয়ে বৈধভাবেই মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবেRead More

লিবিয়ায় সাদ্দাম চক্রের বন্দিদশা থেকে মুক্তি পেতে ২ তরুণের আকুতি
ডেস্ক রিপোর্ট: লিবিয়ায় সাদ্দাম চক্রের বন্দিদশা থেকে মুক্তি পেতে ২ তরুণের আকুতি। মানব পাচারকারী চক্রেরRead More