পিজিডব্লিউপি হোল্ডারদের ওপেন ওয়ার্ক পারমিট অফার করছে কানাডা

বিদেশবার্তা২৪ ডেস্ক:
অভিবাসন মন্ত্রী শন ফ্রেজার আন্তর্জাতিক গ্র্যাজুয়েটদের কানাডায় বেশিদিন থাকার অনুমতি দেওয়ার জন্য একটি নতুন অস্থায়ী নীতি ঘোষণা করেন।
এই গ্রীষ্ম থেকে শুরু করে, আন্তর্জাতিক ছাত্র স্নাতক যাদের কাছে পোস্ট-গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট (PGWP) আছে যা জানুয়ারি এবং ডিসেম্বর ২০২২ এর মধ্যে মেয়াদ শেষ হচ্ছে এবং যারা কানাডায় আছেন তারা ১৮ মাস পর্যন্ত অতিরিক্ত ওপেন ওয়ার্ক পারমিটের জন্য যোগ্যতা অর্জন করবেন। সাধারণ পরিস্থিতিতে PGWP এর মেয়াদ বাড়ানো বা নবায়ন করা হয় না।
প্রক্রিয়া সম্পর্কে আরও বিশদ কয়েকদিনের মধ্যে প্রকাশ করা হবে।
এই ঘোষণাটি PGWP হোল্ডারদের কানাডায় আরও বেশি সময় থাকতে, কাজের অভিজ্ঞতা অর্জন এবং স্থায়ীভাবে বসবাসের আরও ভাল সুযোগ দেবে।
সেপ্টেম্বর থেকে কানাডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাস (CEC) প্রার্থীদের জন্য এক্সপ্রেস এন্ট্রি ড্র স্থগিত করা হয়েছে। এই কারণে PGWP ধারীদের
মধ্যে যাদের পারমিটের মেয়াদ শেষ হচ্ছে, তাদের নতুন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হচ্ছে। এছাড়া চাকরি ছেড়ে দিতে বা দেশ ছেড়ে যেতে বাধ্য করা হচ্ছে।
ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি) অনুসারে, ২০২২ সালে প্রায় ৯৫ হাজার PGWP ধারীর মেয়াদ শেষ হবে এবং আনুমানিক ৫০ হাজার জন নতুন এই প্রক্রিয়ায় উপকৃত হতে পারে।
ঘোষণাটি একই সময়ে আসে যখন ফ্রেজার অর্থনৈতিক-শ্রেণির অভিবাসীদের সমর্থনে বেশ কয়েকটি ব্যবস্থা প্রকাশ করেছিলেন। যথা, CEC এবং ফেডারেল স্কিলড ওয়ার্কার প্রোগ্রাম (FSWP) প্রার্থীদের মতো দক্ষ কর্মীদের জন্য এক্সপ্রেস এন্ট্রি ড্রও জুলাই মাসে আবার শুরু হবে।
IRCC সাম্প্রতিক মাসগুলোতে আবেদন প্রক্রিয়াকরণের গতি বাড়িয়েছে। ২০২২ সালের প্রথম ত্রৈমাসিকে, কানাডা লক্ষাধিক ওয়ার্ক পারমিট আবেদন প্রক্রিয়া করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ।
গত বছর ১ লাখ ৫৭ হাজারের বেশি সাবেক ছাত্র স্থায়ী বাসিন্দা হয়েছিলেন, তাদের মধ্যে ৮৮ হাজার জনেরও বেশি PGWP থেকে সরাসরি স্থায়ী আবাসের অনুমতি পেয়েছিলেন।
দেশটির আইআরসিসির কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছর থেকে আবেদন প্রক্রিয়াকে আরও সহজ করা ও সময় কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। অভিবাসনপ্রত্যাশীদের আবেদনপত্র যাচাই-বাছাই ও সর্বোচ্চ স্কোরধারীকে বসবাসের অনুমোদন দিতে এতদিন ৭ মাস থেকে ২ বছর পর্যন্ত সময় ব্যয় করা হতো। নতুন নিয়ম অনুযায়ী, ৬ মাসের মধ্যে এ বিষয়টির নিষ্পত্তি হবে।
প্রসঙ্গত, চলতি বছরের শুরুর দিকে অভিবাসন প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমানোর ঘোষণা দেয় কানাডা। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও অভিবাসনমন্ত্রী শন ফ্রেজার নতুন অভিবাসী দ্রুততম সময়ের মধ্যে আনার ঘোষণা দিয়েছেন।
দেশটিতে বর্তমানে ১৮ লাখের মতো অভিবাসন আবেদন সিদ্ধান্তের অপেক্ষায় আছে। এসব আবেদনের মধ্যে আছে ভিজিটর ভিসা, স্টুডেন্ট ভিসা, স্পাউসল স্পনসরশিপ, প্যারেন্টস অ্যান্ড গ্র্যান্ড প্যারেন্টস স্পনসরশিপ, ফ্যামিলি ক্লাস স্পনসরশিপ, রিফিউজি ক্লেইম, ওয়ার্ক পারমিট ও সিটিজেনশিপের আবেদন।
Related News

বিয়ের ১৪ বছর পর স্বামী জানলেন স্ত্রী বাংলাদেশি: অতঃপর…
নিউজ ডেস্ক: ভারতের কলকাতার তিলজালা এলাকার বাসিন্দা এক ব্যবসায়ী ১৪ বছর পর জানতে পেরেছেন তাঁরRead More

যুক্তরাষ্ট্রে অস্ত্র মামলায় বাংলাদেশির ১৪ মাসের কারাদণ্ড
নিউজ ডেস্ক: গুয়াম এবং উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের (এনএমআই) জেলার অ্যাটর্নি শন এন অ্যান্ডারসন এই রায়Read More