অবিবাহিত দের জন্য নেককার ও পরহেজগার স্ত্রী পাওয়ার উপায়

ইসলাম ডেস্ক:
অনেকেই প্রতিনিয়ত একটা প্রশ্ন পেয়ে থাকি সেটা হল কিভাবে সংসার জীবন সুখি করতে একজন পরহেজগার ও নেককার স্ত্রী পাব। তাই অবিবাহিত পাঠক দের জন্য নিচের এই লেখাটি ।
★ কেউ একজন প্রতিটা মুনাজাতে আপনাকে চাইছে।
★ আপনার ভালো গুণগুলো বলে বলে রবের কাছে ফরিয়াদ করছে।
★ সুরা ফুরকানের ৭৪ নাম্বার আয়াত পড়ে পড়ে ক্লান্ত হয়ে পড়েছে।
★ আপনাকে নিয়ে জান্নাতে থাকার স্বপ্ন দেখছে।
★ আপনাকে চিনে না জানে না, এমনকি কখনো দেখে নি অব্দি, তবুও আপনার জন্য টান অনুভব করছে।
★ আপনাকে পাওয়ার আগেই সে আপনাকে ভালোবেসে বসে আছে।
তবে আপনি কেনো হতাশ হচ্ছেন? আপনিও চেয়ে যান না, অজানা সেই জীবনসঙ্গী-টাকে। জুম্মাবার আছরের পর থেকে মাগরীবের সময়টা দোয়া কবুলের। খুব করে চান, রবের কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করেন। আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব আছে বলুন? আমাদের শুধু চেয়ে নিতে হবে। এমনভাবে চান যেন আপনার রব খুশি হয়ে যান। রবকে সন্তুষ্ট করতে পারলেই তো মিলবে পরম আকাঙ্ক্ষিত সেই জন!
“অতঃপর তোমার রব তোমাকে এতো দিবেন যে তুমি সন্তুষ্ট হবে।” ( সুরা আদ-দুহাঃ৫)
Related News

সৌদির যেকোনো ভিসাতেই ওমরাহ পালন করা যাবে
ধর্ম ডেস্ক: সৌদির যেকোনো ভিসাতেই ওমরাহ পালন করা যাবে। পবিত্র ওমরাহ পালন আরও সহজ করলRead More

লাগাতার ৩ জুমা আদায় না করলে যে গুনাহ হবে
ধর্ম ডেস্ক: লাগাতার ৩ জুমা আদায় না করলে যে গুনাহ হবে জুমার দিনের মর্যাদা ওRead More