সিলেটের সেই পুলিশ কর্মকর্তাকে রংপুরে বদলি

নিউজ ডেস্ক:
কপালে টিপ পরায় এক নারীকে হেনস্তার ঘটনার মধ্যেই আপত্তিকর মন্তব্য করে আলোচনায় আসা সিলেটের সেই পুলিশ কর্মকর্তা লিয়াকত আলীকে এবার বদলি করা হয়েছে।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফুর রহমান মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, পুলিশ হেড কোয়ার্টারের নির্দেশে এআইজি শাহজাদা মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে তাকে রংপুর রেঞ্জে বদলি করা হয়েছে।
এর আগে গত সোমবার দুপুরে সিলেট জর্জ কোর্টে কর্মরত এই পুলিশ কর্মকর্তা তার ফেসবুক অ্যাকাউন্টে একটি লেখা পোস্ট করেন। সেখানে তিনি টিপ ইস্যুতে প্রতিবাদ করা পুরুষদের নিয়ে নেতিবাচক মন্তব্য করার পাশাপাশি নারীর পোশাক নিয়েও অশ্লীল মন্তব্য করেন।
তার এমন মন্তব্যে প্রতিবাদে সরব হয়ে উঠেন সিলেটের নাগরিক সমাজ। তাৎক্ষণিকই ভাবে
কিছু পত্রিকায় এ সংবাদ প্রকাশ করা হয়। সংবাদ প্রকাশের পর সিলেটের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম তাকে ক্লোজড করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করেন। সেই সাথে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন এসপি। তদন্ত কমিটির নেতৃত্বে রয়েছেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সিটিএসবি ও মিডিয়া) মো. লুৎফর রহমান। অন্যান্যরা হলেন, সহকারী পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম ও জেলার পুলিশ পরির্দশক (ইনচার্জ, এলআই বিজিবি) সিলেট মো. আছাবুর রহমান।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফুর রহমান বলেন, ‘কারো ব্যক্তিগত অপকর্মের দায়বার পুলিশ বাহিনী নিবে না। তিনি ফেইসবুকে যা মন্তব্য করেছেন তা অশালীন ও বিব্রতকর মনে হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই তাকে ক্লোজ করা হয়েছে এবং তিন সদ্যর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’ সূত্র : ঢাকা টাইমস
Related News

হাওরাঞ্চলের পর্যটনে চাঙা হচ্ছে সুনামগঞ্জের অর্থনীতি
নিউজ ডেস্ক: পর্যটনে দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে হাওরের জেলা সুনামগঞ্জ। এরইমধ্যে জেলার টাঙ্গুয়ার হাওর, নিলাদ্রিRead More

কুশিয়ারা নদী পারের মানুষের দূর্দশার শেষ কোথায়?
আবুজার বাবলা, বিয়ানীবাজার ফিরে: জমি-জমা, বাড়ি-ঘর, গোয়ালে গরু, পুকুর ভরা মাছ- কোন কিছুরই অভাব ছিলRead More