Main Menu

মরক্কোর দক্ষিণ সীমান্তে ১৩৩ অভিবাসীকে আটক

আন্তর্জাতিক ডেস্ক:
মরক্কো দক্ষিণ সীমান্তে ১৩৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির পুলিশ। দেশটির দক্ষিনে দাখলা-ওয়েদে এদহাব অঞ্চল থেকে এসব অভিবাসীকে আটক করা হয়। তারা ইমাউটলেনে যেতে চাচ্ছিল যা দাখলা থেকে ১৪০ কিলোমিটার দূরে।

শনিবার এক অভিযানে তাদের আটক করে পুলিশ। আটককৃদের মধ্যে ৪ জন মহিলা ছিল।

মরক্কো কর্তৃপক্ষ এ অবৈধ অভিবাসনের কারন অনুসন্ধানে একটি অনুসন্ধান টিম গঠন করেছে। অবৈধ অভিবাসী নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদার করেছে।

সাম্প্রতিক সময়ে পুলিশ অনেককে আটক এবং ডুবন্ত নৌকা থেকে অনেককে উদ্ধার করেছে।

মরক্কো জেনারেল ডিরেক্টরেট ফর ন্যাশনাল সিকিউরিটি ২০২১ এর জরিপে অবৈধ অভিবাসীকে সহায়তা করে এমন ১৫০ টি অপরাধী দলকে চিহ্নিত করে তাদের কার্যক্রম বন্ধ করে।

এছাড়া মরক্কোন পুলিশ ১২ হাজার ২৩১ জন ইউরোপ অভিবাসী এবং ৪১৫ জন সন্দেহযুক্ত ব্যাক্তিকে অভিবাসী পাচারের অভিযোগে আটক করে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *