Main Menu

ভূমধ্যসাগর থেকে ৭০ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

নিউজ ডেস্ক:

জার্মানির বেসকরারি সংস্থা এসওএস মেডিটারিয়ানের জাহাজ সি-আই ৪ ভূমধ্যসাগর থেকে ৭০ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে।

 

রাবারের ডিঙ্গিতে করে এ অভিবাসনপ্রত্যাশীরা সাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করছিলেন। উদ্ধারকৃতদের মধ্যে ২২ জন শিশু রয়েছে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে জাহাজের কর্তৃপক্ষ জানায়, উদ্ধারকৃতদের মধ্যে পাঁচ জনকে চিকিৎসা প্রদান করা হয়েছে।

তার আগে এসওএস মেডিটারিয়ানের আরেকটি জাহাজ নাবিকেরা ভূমধ্যসাগর থেকে ৩০ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছিল। এর ফলে চলতি সপ্তাহে দুটি আলাদা অভিযানে মোট একশজন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করল সংস্থাটি।

জার্মানির এসওএস মেডিটারিয়ান জাহাজ সি-ওয়াচ অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধারে নিয়মিত ভূমধ্যসাগরে টহল দিয়ে থাকে। শুক্রবার জাহাজটি মালটার নিকটবর্তী ভূমধ্যসাগরে যাত্রা করার পরিকল্পনা করছে। যদিও বেসরকারি কোনো উদ্ধারকারী জাহাজকে নিজেদের উপকূলে উদ্ধারকাজ চালাতে দেয় না মালটা। এমনকি এসকল উদ্ধার জাহাজের মালটার কোনো বন্দর ব্যবহারেরও অনুমতি নেই।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *