Main Menu

একান্ত আলাপে ডাঃ জাফরুল্লাহ চৌধুরী: চৌধুরী হাফিজ আহমদ

নিজস্ব প্রতিবেদক:
আমি প্রবাসে ছিলাম এই বিলেতে আমি অনেক কাজ করেছি দেখেছি প্রবাসীরা খূব দয়ালু , এরা হৃদয় দিয়ে দেশ কে ভালবাসে , মাতৃভূমির জন্য কাঁদে , শত ব্যস্ততা ও কঠিন পরিশ্রমের মধ্যে ও দেশ কে ভুলেনা , সিলেটের প্রবাসীরা আমাকে খূব সম্মান দিয়েছে , আমি তাহাদের প্রতি কৃতজ্ঞ , কথাগুলা বলছিলেন  একান্ত আলাপে ডাঃ জাফরুল্লাহ চৌধুরী, তিনি সহ প্রায় শতাধিক মুক্তিযুদ্ধা কে সম্মান জানায় গ্লোবাল ভয়েস ফর বাংলাশীজ – এবারেই প্রথম এই উদ্দুগ নেন এবং ব্রিটেনের হাউজ অফ কমন্সে এর আয়োজন করে এতে প্রধান আকর্ষণ ছিলেন ডাঃ জাফরুল্লাহ সাহেব সহ
ব্রিটিশ এম পি – স্কটিশ এম এস পি সহ নানা গুণীজন , উক্ত অনুস্টানে বিদেশ বারতা২৪ ডট কম এর পক্ষ থেকে উনার কাছে জানতে চাইলাম বাংলাদেশ সহ বিশ্ব রাজনীতি ও গনসাস্ত্য সম্পর্কে , তিনি আমাকে খুব ই স্নেহের সহিত জানালেন আমার শরির খুব খারাপ এই অবস্তায় ও আমাকে চলতে হয় , আমার গণস্বাস্থ্য কেন্দ্র আল্লাহর রহমতে এগিয়ে ই যাচ্ছে , প্রবাসীরা যদি তাহাদের খালি বাড়ি গুলা আমাকে দিত তা হলে প্রতিটি গ্রামেই গণস্বাস্থ্য করা সম্ভব , গণস্বাস্থ্য কেন্দ্র বর্তমান সরকার থেকে কোন প্রকার সুজুগ সুবিদা পাচ্ছে না , সরকার এর সু নজর থাকলে আমরা গ্লোবাল কভিড ১৯ এর সময়ে আরও অনেক ভাল করতাম , আমি কোন ভাবেই সরকারের বিপক্ষে যাইনি তবে ন্যায় ও সত্যের পক্ষেই কথা বলি যত দিন বাচি বলে যাবই ইনশাহআল্লাহ -বাংলাদেশের রাজনীতি এখন ভোগের , যদি সেই রাজনীতি সেবার জন্য হত তা হলে জনগন উপকৃত হত , বিশ্ব রাজনীতি এখন আর আগের মত নাই এখন কারো একার পক্ষে কিছুই করা সম্ভব নয় , এখন টেকনোলোজি অনেক এগিয়ে , বিদেশ বার্তা ২৪ এর পক্ষ থেকে তাহার সাথে আলাপে তিনি খুব খুশী হয়েছেন জানিয়ে জানতে চান ব্রিটেনের অনেকের কথা , সৃতিচারন করেন যখন তিনি বিলেতে ছিলেন , আমাকে খুব গর্বের সাথেই বললেন কি কি অবস্তায় তিনি বিদেশ থেকে বাংলাদেশের মুক্তি সংগ্রামের জন্য লড়াই করেন , জনাব ডাঃ জাফ্রুল্লাহ সাহেব বার বার আমাকে বলছিলেন প্রবাসী রা যদি তাহাদের খালি বাড়ি গণস্বাস্থ্য কে দেয় তা হলে কাউকেই চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হতে হবেনা , বাড়ি গুলা তো খালি ই পরে আছে, আমি চাই সবার কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেই । আমি যখন আলাপ করি উনার সাথে তখন উনার পাশে বসা ছিলেন মেম্বার অফ দি পার্লামেন্ট সম্মানিত আপসানা বেগম এম পি ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *