রাজনগরে এইড ইউকের রমজানের খাদ্য সামগ্রী বিতরণ
নিউজ ডেস্ক:
মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নে ইউনাইটেড ওয়েলফেয়ার এইড ইউকের
পবিত্র রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২৮ মার্চ) দুপুর ১২টায় রাজনগরে গোবিন্দপুর দাখিল মাদরাসায়, পবিত্র মাহে রমজান উপলক্ষে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রাজনগর এলাকার সমাজসেবক ও মুক্তিযুদ্ধের সংগঠক মোঃ মোসাহিদ উদ্দিনের সভাপতিত্বে এবং সামাজিক সংগঠক আলীম আল মুনিমের সমন্বয়ে ও সঞ্চালনায় খাদ্য সামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ড. মোঃ ফজলুল আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর থানার ওসি তদন্ত মোঃ ফরিদ উদ্দিন, কামারচাক ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান, ইউনাইটেড ওয়েলফেয়ার এইড ইউকের প্রবাসী সদস্য শফিক মিয়া, গোবিন্দপুর দাখিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শাহ আলাউদ্দিন ফারুকী, রাজনগর সরকারি কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ, রাজনগর প্রেসক্লাবের তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক আহমদউর রহমান ইমরান, সদস্য সাইদুল ইসলাম প্রমূখ।
এসময় উপজেলার কামারচাক ইউনিয়ন সহ অন্যান্য ইউনিয়নের অসহায় দুস্থ প্রায় দু’শ পরিবারের মাঝে চাল, তেল, পেঁয়াজ, খেজুর, সেমাই, আলু, লবণ, রসুন, ছোলা, মটর, ডাল ইত্যাদি দিয়ে মোট ২৫ কেজির প্যাকেজ বিতরণ করা হয়।
Related News
মাধবপুরে পাঁচ বছর ধরে বন্ধ পাবলিক লাইব্রেরি
মাধবপুরে পাঁচ বছর ধরে বন্ধ পাবলিক লাইব্রেরি বছরের পর বছর ধরে বন্ধ থাকায় হবিগঞ্জের মাধবপুরRead More
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More