Main Menu

সারাদেশের ন্যায় সিলেটে ও চলছে ঢিলেঢালা হরতাল

নিউজ ডেস্ক:
নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সিলেটসহ সারাদেশে আজ অর্ধদিবস হরতালের ডাক দেয় বাম গণতান্ত্রিক জোট। হরতালে সিলেটে তেমন কোনো প্রভাব পড়তে দেখা যায়নি।

আজ সোমবার সকাল থেকে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অনেকটা ঢিলেঢালাভাবেই সিলেটে এই অর্ধদিবস হরতাল পালিত হচ্ছে। সড়কে যানবাহনের কমতি দেখা যায়নি। দোকানপাট, শপিংমল সবই ছিল খোলা। সাধারণ মানুষের আনাগোনাও ছিল স্বাভাবিক।

বেশ কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, হরতালের বিষয়টি তারা জানতেনই না! কেউ কেউ বলেন, ‘জনগুরুত্বপূর্ণ ইস্যুতে এই হরতালের বিষয়টি আমাদের জানা ছিল না। হরতালের সমর্থনে কোনো প্রচার, প্রচারণা চোখে পড়েনি। জানলে হয়তো আমরা হরতাল পালন করতাম। কারণ, দ্রব্যমূল্য নিয়ে সবাই বিপাকে আছি।’

এদিকে, হরতালের সমর্থনে সিলেট নগরীর কোর্টপয়েন্টে অবস্থান নেয় বাম গণতান্ত্রিক জোট। সেখানে ঝাঁজালো বক্তব্য রাখেন বাম নেতারা।

তাঁরা বলেন, ‘দ্রব্যমূল্যেরর লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ এখন দিশেহারা। জীবনযাত্রা হয়ে পড়েছে কঠিন। সিন্ডিকেটের মাধ্যমে সবধরনের পণ্যের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু সরকারের সেদিকে কোনো খেয়াল নেই।’

সরকারের ব্যর্থতায় পণ্যমূল্য বাড়ছে বলেও অভিযোগ করেন বাম নেতারা।

এসময় বিপুল সংখ্যক পুলিশ সদস্যকে সতর্ক অবস্থায় থাকতে দেখা যায়। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *