লিবিয়ায় নিখোঁজ হওয়া সাংবাদিক জাহিদ উদ্ধার
নিউজ ডেস্ক:
লিবিয়ায় গিয়ে নিখোঁজের পাঁচদিন পর উদ্ধার হয়েছেন এনটিভির বিশেষ প্রতিনিধি জাহিদুর রহমান।
সোমবার (২৮ মার্চ) সন্ধ্যা ৭টায় জাহিদুর রহমানের উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন তার পরিবার।
বর্তমানে তিনি লিবিয়ার ত্রিপোলি পুলিশ হেফাজতে রয়েছেন বলে জানা গেছে।
জাহিদুর রহমানের স্ত্রী তাসনিমা রহমান (মুক্তি) জানান, সোমবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এনটিভিকে জাহিদুর রহমানের উদ্ধারের বিষয়টি নিশ্চিত করা হয়। এরপর এনটিভি থেকে বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হয়।
এর আগে গত ৩ মার্চ জাহিদুর রহমান তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে পারিবারিক ভিসা নিয়ে লন্ডনে যান। সেখান থেকে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ঘুরে ২১ মার্চ লিবিয়ায় পৌঁছান তিনি। সর্বশেষ ২৩ মার্চ পরিবারের সাথে যোগাযোগ করেন তিনি। এরপর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না।
Related News
মিশিগানে সৈয়দপুর কমিউনিটির আত্মপ্রকাশ, ১১ সদস্যের কমিটি ঘোষণা
মিশিগানে সৈয়দপুর কমিউনিটির আত্মপ্রকাশ, ১১ সদস্যের কমিটি ঘোষণা সৈয়দ শিব্বির আহমেদকে সভাপতি ও সৈয়দ ইয়াহিয়াকেRead More
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিশু নিহত
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিশু নিহত সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে স্কুল পড়ুয়াRead More