শর্তসাপেক্ষে মাহরাম পুরুষ ছাড়াই নারীদের ওমরাহ পালনের সুযোগ
নিউজ ডেস্ক:
করোনার কারণে দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর এবার হজ করার সুযোগ পাবেন বিদেশীরা। এরই মধ্যে চালু হয়েছে পবিত্র ওমরাহ পালন। নারীদের শর্তসাপেক্ষে মাহরাম পুরুষ ছাড়াই ওমরাহ পালনের অনুমতি দেবে সৌদি আরব।
এবার ১৮ থেকে ৬৫ বছর বয়সী নারীদের জন্য এ সুযোগ রাখা হচ্ছে। তবে নারীদের দলভুক্ত হয়ে যেতে হবে ওমরায়। অর্থাৎ একা কোনো নারী ওমরায় যেতে পারবেন না।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর দিয়েছে গালফ নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী ওমরাহ বা হজ যাত্রার জন্য আবেদন করা নারীদের কমপক্ষে ১ ডোজ টিকা নেওয়া থাকতে হবে। তাছাড়া কোনো ধরনের অসুস্থতা থাকা যাবে না।
আর সৌদি আরবে বসবাসরত ও সৌদি নাগরিক, যারা গত ৫ বছরে হজ করেননি তারা চলতি বছরে হজের জন্য নিবন্ধন করতে পারবেন।
এর আগে ২০২১ সালে আনুষ্ঠানিকভাবে সব বয়সী নারীকে ‘মাহরাম’ ছাড়াই হজ পালনের অনুমতি দেয়া হয়। তবে নারীদের অবশ্যই একটি দলের অংশ হতে হবে বলে শর্ত জুড়ে দেওয়া হয়েছে।
এদিকে করোনা মহামারির কারণে গত দুই বছর ইতিকাফ-ব্যবস্থা স্থগিত ছিল মসজিদুল হারাম ও মসজিদে নববিতে। দীর্ঘ ২ বছর পর এবার রমজানের শেষ ১০দিন মক্কার গ্র্যান্ড মসজিদ ও মদিনার মসজিদে নববিতে ইতিকাফের অনুমোদন দেওয়া হয়েছে।
Related News
দান করে ছবি তোলা যাবে? ইসলাম কী বলে
দান করে ছবি তোলা যাবে? ইসলাম কী বলে বিপদ-আপদে মানুষের পাশে মানুষ দাঁড়ায়, সহযোগিতায় এগিয়েRead More
সামান্য নেক আমলও পরকালে যেভাবে মুক্তি দেবে
সামান্য নেক আমলও পরকালে যেভাবে মুক্তি দেবে একজন মুসলমানের পূর্ণাঙ্গ জীবন বিধান পবিত্র গ্রন্থ আলRead More