চট্টগ্রামে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের

নিউজ ডেস্ক:
চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগর এলাকায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়েছেন।
সোমবার (২১ মার্চ) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম হারুন। তিনি আমিরাবাদ ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
দোহাজারী হাইওয়ে থানার এসআই সুমন বলেন, দুর্ঘটনায় প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়। নিহত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত জেলা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার বলেন, লোহাগাড়ায় দুর্ঘটনায় গুরুতর আহত প্রাইভেটকারের এক যাত্রীকে সকাল পৌনে ৯টার দিকে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Related News

বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ স্বচক্ষে দেখে যা করলেন পররাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক: হজরত শাহজালাল (রহ) আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টRead More

যে শর্তে পদ্মা সেতুতে পারাপার করা যাবে মোটরসাইকেল
নিউজ ডেস্ক: নিষেধাজ্ঞা আসায় পদ্মা সেতুতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না মোটরসাইকেল। মুন্সিগঞ্জের মাওয়া টোলRead More