Main Menu

আমিরাতে রমজানে ওয়াকিং আওয়ার নির্ধারণ

নিউজ ডেস্ক:
আসন্ন পবিত্র রমজান মাসে সংযুক্ত আরব আমিরাতের প্রাইভেট সেক্টরগুলোতে ওয়ার্কিং আওয়ার ২ ঘণ্টা কমিয়ে আনা হয়েছে।

দেশটির মানবসম্পদ এবং আমিরাতকরণ মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, রমজানে প্রাইভেট সেক্টরে কর্মরত প্রত্যেক কর্মীর ওয়ার্কিং আওয়ার দুই ঘণ্টা করে কমানো হবে।

কর্তৃপক্ষ এর আগে জানায়, সরকারী কর্মকর্তাদের ক্ষেত্রে ওয়ার্কিং আওয়ার ৯ টা থেকে ২ টা ৩০ এবং শুক্রবারের জন্য এটি ৯ টা থেকে ১২ টা হবে।

এদিকে রমজান উপলক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতে নতুন কাজের শিডিউল তৈরি করা হয়েছে। এটি অনুযায়ী শুক্রবার অর্ধেক দিন এবং শনি রবিবার থেকে নতুন সপ্তাহ শুরু হবে।

তবে সরকারী কর্মচারীরা শুক্রবার চাইলে সুবিধামত সময়ে অথবা অনলাইনেও কাজ সম্পাদন করতে পারেন। যাতে কাজের ওপর কোন প্রভাব না পড়ে। তবে রিমোট ওয়ার্কের অনুমতি ৪০ শতাংশ কর্মীকে দেয়া হবে। তবে এর জন্য আগেই অনুমতি নিতে হবে। এছাড়া যাদের অফিসে উপস্থিত না থেকেও কাজ করতে পারবে এবং যাদের বাসা অনেক দূরে বা এমন কোন কারন থাকলে তাদের অগ্রাধিকার দেয়া হবে।

আমিরাতে আগামী এপ্রিল ২ তারিখ থেকে রমজান শুরু হবে। তবে এটি চাঁদ দেখার ওপর নির্ভর করবে।

রমজান মাস সাধারণত ২৯ বা ৩০ দিন হয়। এটিও চাঁদ দেখার ওপর নির্ভর করে। তবে ধারণা করা হচ্ছে এবার রমজান ৩০ দিনে হবে। সে অনুযায়ী মে ২ তারিখ ঈদ-উল-ফিতর হতে পারে। স্কুল এবং অফিস আওয়ারও রমজান উপলক্ষে কমানো হয়েছে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *