শিক্ষার্থীদের মেধা বৃত্তি দিল আমেরিকা প্রবাসী সংগঠন

নিউজ ডেস্ক:
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দরিদ্র মেধাবী ২৪ জন শিক্ষার্থীকে মেধা বৃত্তি দিয়েছে আমেরিকা প্রবাসী সংগঠন মাধবপুর ফাউন্ডেশনের ইউ এস এ ইনক।
বুধবার (২৬ মার্চ) সকালে উপজেলা মিলনায়তনে ফাউন্ডেশনের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জাকির হোসেন চৌধুরী অসীমের সভাপতিত্বে বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন। সাংবাদিক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মেয়র হাবিবুর রহমান, ফাউন্ডেশনের সাবেক সভাপতি আয়োজক গোলাম কিবরিয়া চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা মো. আশরাফ আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন।
এছাড়া প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা দ্বিজেন্দ্র চন্দ্র আচার্য্য, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, শ্রীধাম দাশ গুপ্ত, চেয়ারম্যান মাহবুবর রহমান সোহাগ, সাবেক চেয়ারম্যান আপন মিয়া, পৌর আওয়ামী লীগ সভাপতি শাহ সেলিম, সাংবাদিক রোকন উদ্দিন লস্কর, অধ্যক্ষ মোলানা আমির হোসেন, প্রভাষক আব্বাস উদ্দিন উপজেলা যুবলীগ সভাপতি ফারুক পাঠান, হবিগঞ্জ নাগরিক কমিটির যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন চৌধুরী, সাংবাদিক শংকর পাল, আলাউদ্দিন, আয়ুব খান, মোহাম্মদ অলিদ মিয়া, শিক্ষার্থী সুমা আক্তার। বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টানের প্রধান, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি ইউএনও শেখ মঈনুল ইসলাম মঈন মেধাবী শিক্ষার্থীর মধ্যে ৫ হাজার টাকা করে বৃত্তি বিতরণ করেন।
Related News

সুনামগঞ্জে বন্যায় সড়কের ক্ষতি ১৮শ’ কোটি টাকা
নিউজ ডেস্ক: গত কয়েক দিন ধরে সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।Read More

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত সিলেট, বাড়ছে পানিবাহিত রোগ
নিউজ ডেস্ক: ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পুরো সিলেট বিভাগ। বিভাগের মধ্যে সিলেট নগর ও জেলার ৮০Read More