বিশ্বকাপ উপলক্ষে কাতারে চিকিৎসা খাতে বিভিন্ন পদে নিয়োগ শুরু
নিউজ ডেস্ক:
ফুটবলের সবচেয়ে বড় আয়োজন ফিফা বিশ্বকাপ। যা ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে অস্থায়ী ভিত্তিতে বিভিন্ন পেশার মানুষ নিয়োগ দিচ্ছে কাতারের চিকিৎসা খাতে সরকারি সংস্থা প্রাইমারি হেলথ কেয়ার কর্পোরেশন।
সম্প্রতি কাতার প্রাইমারি হেলথ কেয়ার কর্পোরেশন নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
কাতার বিশ্বকাপ উপলক্ষে জেনারেল প্র্যাকটিশনার, ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্ট, ইমার্জেন্সি মেডিসিন স্পেশালিস্ট, ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট, নার্স, ফার্মাসিস্ট, ল্যাবরেটরি টেকনোলজিস্ট, রেডিওলজি টেকনোলজিস্ট, কাস্টমার সার্ভিস এবং রিসেপশনিস্ট নিয়োগ দেওয়া হবে কাতারের বিভিন্ন জায়গায়।
আর এসব পদে চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাসহ প্রতিটি কাজের বিবরণ ওয়েবসাইটে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
তবে কাজের সময়কাল ও চাকরিতে কোন দুর্ঘটনার ক্ষেত্রে ক্ষতিপূরণের ব্যপারে কিছু উল্লেখ করা হয়নি।
চাকরির আবেদনে আগ্রহী প্রার্থীদের জন্য ওয়েবসাইটে একটি আবেদনের অপশন রাখা হয়েছে।
আবেদনে আগ্রহীরা কাতার প্রাইমারি হেলথ কেয়ার কর্পোরেশনের ওয়েবসাইটে প্রয়োজনীয় সব তথ্য দেখে সিভির ইলেকট্রনিক কপি পাঠাতে পারেন। সিভি পাঠানোর ই-মেইল: fifa2022jobs@phcc.gov.qa
Related News
লিটনকে অধিনায়ক করে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা
লিটনকে অধিনায়ক করে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও ওয়ানডেRead More
সাকিবের খেলা যুক্তরাষ্ট্রের জাতীয় লিগ নিষিদ্ধ করল আইসিসি
সাকিবের খেলা যুক্তরাষ্ট্রের জাতীয় লিগ নিষিদ্ধ করল আইসিসি যুক্তরাষ্ট্রের জাতীয় ক্রিকেট লিগকে (এনসিএল) নিষিদ্ধ করেRead More