Main Menu

বানিয়াচংয়ে পুলিশের অভিযানে ধর্ষণ মামলার আসামীসহ গ্রেফতার ৬

বানিয়াচং প্রতিনিধি:
হবিগঞ্জের বানিয়াচংয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ধর্ষন মামলার আসামী সহ ৬ জনকে গ্রেপ্তার করেছে বানিয়াচং থানা পুলিশ।

(১৪ মার্চ) সোমবার মধ্যেরাতে রাত্রিকালীন বিশেষ অভিযানে উপজেলা সদরের বিভিন্ন এলাকা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া আসামীরা হলেন মোঃ আব্দুল হাশিমের ছেলে মোঃ সুজন মিয়া(২২) গ্রাম রামগঞ্জ (বড়হাটি), গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মৃত ইসলাম উদ্দিনেরর ছেলে মোঃ মকদ্দুছ মিয়া(২৭), সৈদ উল্লার ছেলে মোঃ নিজাম উল্লা, মৃত ইসলাম উদ্দিনের ছেলে মোঃ মোফাজ্জল মিয়া(২১), ইছবপুর গাংপাড়, মৃত রাকেশ দাসের ছেলে, রাসমোহন দাস(৩৯), গ্রাম গুগড়াপুর, ৬নং কাগাপাশা ইউ/পি এবং ধর্তব্য অপরাধ নিবরনকল্পে আসামী ধনু মিয়ার ছেলে মোঃ সায়েম মিয়া(২৮), গ্রাম দেওয়ানদিঘির পূর্ব পাড়, তাঁদের বিরুদ্ধে একাদিক মামলার অভিযোগ রয়েছে।

বানিয়াচং থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে বানিয়াচং থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কবির হোসেনের দিক-নির্দেশনায় এসআই ফারুক হোসেন, এসআই দুলাল মিয়া, এএসআই হারুন অর রশিদ, এএসআই মোহাম্মদ সাদ্দাম হোসেনসহ সংগীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার আসামী সহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে বানিয়াচং থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কবির হোসেনের বলেন, গ্রেপ্তার হওয়া আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাঁদের কারাগারে পাঠিয়েছেন। এলাকায় বিভিন অপরাধ চুরি, ডাকাতি, ধর্ষন, জুয়া, দাঙ্গা, হামলা ইত্যাদি প্রতিরোধে নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে।।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *