শিশুদেরও পবিত্র দুই মসজিদে প্রবেশে অনুমতি দিল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরবে দুই পবিত্র মসজিদে শিশুদের প্রবেশ নিয়ে বিতর্কের অবসান ঘটিয়েছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
শুক্রবার মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, যে সমস্ত শিশু (টিকা নির্বিশেষে) দুই পবিত্র মসজিদ পরিদর্শনকারী পরিবারের সাথে যেতে পারে। মুখপাত্র অবশ্য বলেছিলেন যে, ওমরাহের জন্য একজন ব্যক্তির বয়স ৫ বছর বা তার বেশি হতে হবে।
তবে বেশ কয়েকটি পরিবার জানিয়েছে যে, গ্র্যান্ড মসজিদের নিরাপত্তা কর্তৃপক্ষ শিশুদের মাতাফে তাদের সাথে যেতে বাধা দেয়নি।
এর আগে এই সপ্তাহের শুরুতে স্বরাষ্ট্র মন্ত্রণায় সমস্ত COVID-19 সম্পর্কিত স্বাস্থ্য সতর্কতামূলক ব্যবস্থা তুলে নিয়েছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ও COVID-19 কেসের দৈনিক রিপোর্টিং শেষ করেছে।
Related News

ওমরাহ পালনে নারীদের পোশাক নির্ধারণ করে দিল সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক: মক্কা নগরীতে অবস্থিত পবিত্র কাবা শরীফে ওমরাহ করতে যাওয়া নারীরা কী ধরণের পোশাকRead More

অনিয়মিত অভিবাসন নিয়ে নতুন ভাবনায় সুইডেন
নিউজ ডেস্ক: সুইডেনে অবস্থানরত অনিয়মিত অভিবাসীদের প্রশাসনিক পরিস্থিতি সম্পর্কে জানানো বাধ্যতামূলক করা নিয়ে একটি প্রস্তাবRead More