বাহরাইন প্রবাসী বাংলাদেশী তরুণদের সংগঠন বাংলাদেশ ইয়াং এসোসিয়েশন এর নতুন কমিটি গঠন

সালেহ আহমদ সাকী:
বাহরাইনে তরুন প্রবাসী বাংলাশীদের নিয়ে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ করেছে।
বাংলাদেশ ইয়াং এসোসিয়েশন, বাহরাইন নাম দিয়ে নতুন কমিটিতে নাজির আহমেদকে সভাপতি, নাঈমুর রহমান শান্ত কে সাধারণ সম্পাদক ও সাইফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষনা করা হয়।
বাহরাইনের মহাররকের আল উসরা রেস্টুরেন্টে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক ফোরাম বাহরাইন এর সভাপতি বশির আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল কাদের মজুমদার, বিশিষ্ট ব্যাবসায়ী নূরুল ইসলাম নূর, সাইফ ইসলাম, হুমায়ূন কবির, জানে আলম, সজীব আল রশিদ, হামীম বশির, আলাউদ্দিন প্রমুখ।
বক্তারা প্রবাসী তরুণদেরকে নিজেদের পেশাগত দায়িত্বর পাশাপাশি অসহায় মানুষের সহযোগিতার মনমানসিকতার জন্যে সাধুবাদ জানান। এবং শিক্ষিত স্মার্ট এই তরুণদের মেধাবী কর্মকাণ্ডে বাহরাইনে বাংলাদেশের মুখ উজ্জ্বল হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।
Related News

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More

কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More