নিউজার্সিতে দুটি গাড়ির সংঘর্ষ, নিহত ১ আহত ১

নিউজ ডেস্ক:
নিউজার্সিতে দুটি গাড়ির সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মারাত্মকভাবে আহত আহত হয়েছেন আরও একজন।
নিউজার্সি পুলিশ কর্তৃপক্ষ জানায়, শুক্রবার সকালে সাউদাম্পটন টাউনশিপের ২০৬ নম্বর রুটে দুটি গাড়ির সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
নিউজার্সি স্টেটের মুখপাত্র জানায়, একটি জিএমসি সিলভেরাডো রুট ২০৬ এ দক্ষিণ দিকে যাচ্ছিল। এটি সকাল ৬ টা ১৩ মিনিটের দিকে উত্তর দিকগামী একটি জিপ প্যাট্রিয়টকে আঘাত করে।
জিপটি চালাচ্ছিলেন ড্যারিয়েল আ্যাকার। তার বয়স ৬২। তিনি মারাত্মকভাবে আঘাত পান এবং পুলিশ তাকে মৃত ঘোষণা করে।
অন্যদিকে জিএমসির ড্রাইভার মারাত্মকভাবে আহত হয়েছেন। তাকে এয়ারে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।
তথ্যঃ স্টেট পুলিশ।
Related News

ওমরাহ পালনে নারীদের পোশাক নির্ধারণ করে দিল সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক: মক্কা নগরীতে অবস্থিত পবিত্র কাবা শরীফে ওমরাহ করতে যাওয়া নারীরা কী ধরণের পোশাকRead More

অনিয়মিত অভিবাসন নিয়ে নতুন ভাবনায় সুইডেন
নিউজ ডেস্ক: সুইডেনে অবস্থানরত অনিয়মিত অভিবাসীদের প্রশাসনিক পরিস্থিতি সম্পর্কে জানানো বাধ্যতামূলক করা নিয়ে একটি প্রস্তাবRead More