একদিন ছুটি নিলেই ঈদুল ফিতরে ৯ দিনের ছুটি
নিউজ ডেস্ক:
চাঁদ দেখা সাপেক্ষে এ বছরের পবিত্র রমজান মাস শুরু হবে ৩ অথবা ৪ এপ্রিল। সেই হিসেবে যদি রমজান মাস ৩০ দিনের হয় তাহলে ঈদ হবে ৩ মে মঙ্গলবার।
ঈদে সরকারি ছুটি তিন দিনের হলেও ২৯ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত টানা ছয় দিনের ছুটি পেতে যাচ্ছেন সরকারি-বেসরকারি চাকরিজীবীরা। ঈদের আগে সাপ্তাহিক ছুটি এবং মে দিবস এবার ঈদের ছুটি বাড়াবে।
আর কেউ যদি ‘৫ মে’ বৃহস্পতিবার ছুটি নিতে পারেন তাহলে তার ছুটি গিয়ে দাঁড়াবে ৯ দিনে। তবে রমজান বা ঈদের চাঁদ যদি এক দিন আগে ওঠে তাহলে মূল ছুটি এক দিন কমে ৫ দিন হবে এবং ৯ দিনের সমীকরণ থাকবে না।
এদিকে মঙ্গলবার এ বছরের রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। তাদের সময়সূচি অনুযায়ী এ বছর রমজান শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ৩ এপ্রিল। যদি রমজান মাস ৩০ দিনের হয় তাহলে ঈদ হবে ৩ মে মঙ্গলবার।
সেক্ষেত্রে সরকারি ছুটি ২, ৩ ও ৪ মে। তার আগে ১ মে রোববার ‘মে দিবসে’র ছুটি। তার অগের দুদিন শুক্র-শনিবার। সুতরাং ঈদের ছুটি শুরু হবে ২৯ এপ্রিল শুক্রবার থেকে। শুক্র থেকে বুধ মোট ৬ দিন ছুটি পাবেন সবাই।
এছাড়া এই ৬ দিনের পরদিন অর্থাৎ বৃহস্পতিবার যদি কেউ ছুটি নেন তাহলে পরের শুক্র-শনিবারসহ মোট ৯ দিন ছুটি কাটাতে পারবেন তিনি।
Related News
অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে উন্মুখ দ. কোরিয়া
অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে উন্মুখ দ. কোরিয়া শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বেRead More
সেনাবাহিনী জনগণের পাশে আছে এবং থাকবে: সেনাপ্রধান
সেনাবাহিনী জনগণের পাশে আছে এবং থাকবে: সেনাপ্রধান ঢাকা: জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যেকোনো প্রয়োজনে বাংলাদেশRead More