সিলেটে দুই যুবকের আত্মহত্যা

নিউজ ডেস্ক:
সিলেটে একদিনে দুই যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। সিলেট মহানগরীর কুমারগাঁও এবং বিশ্বনাথের সদর ইউনিয়নে এ দুটি ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সোমবার (৭ মার্চ) বিকেল ৪টার দিকে সিলেট মহানগরীর কুমারগাঁও এলাকায় নিজ বাসার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে লাহিন আহমদ (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেন। দেহ ঝুলতে দেখে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অপরদিকে, সিলেটের বিশ্বনাথে সদর ইউনিয়নের উত্তর ধর্মদা গ্রামের কনাই মিয়ার ছেলে শিপন মিয়া শিপু (৩০) নিজ বাড়ির একটি গাছের সঙ্গে রশির মাধ্যমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে পাঠায়।
শিপু পেশায় নির্মাণ শ্রমিক। তিনি মাদক মামলার আসামি। একমাস কারাভোগ করে সম্প্রতি জামিনে ছাড়া পান। তবে আত্মহত্যার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানতে পারেনি পুলিশ।
Related News

সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক
সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক চলতি বোরো আবাদ মৌসুমে সুনামগঞ্জের বেশ কয়েকটি হাওরে জলাবদ্ধতার কারণেRead More

ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: মির্জা ফখরুল
ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,Read More