বানিয়াচংয়ে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন
আক্তার হোসেন আলহাদী:
সারা দেশের ন্যায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় সোমবার যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে নানা কর্মসূচির মধ্যে ছিল সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের সভাপতিত্বে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শতকণ্ঠের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, এবং পুরস্কার বিতরণ।
দিবসটি উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওসার শুকরানা সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন উপেজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ এমরান হোসেন, ২নম্বর উত্তর-পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া, উপজেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম সরকার প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের এই ভাষণের ফলে মুক্তিযোদ্ধাদের মনে সাহস এবং অনুপ্রেরণা জুগিয়েছিল। যার ফলশ্রুতিতে দীর্ঘ ৯ মাস পর অর্জিত হয় আমাদের স্বাধীনতা। পৃথিবীর বুকে জন্ম নেয় বাংলাদেশ নামক এক স্বাধীন দেশ।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ছাত্র -ছাত্রীরা চমৎকারভাবে বঙ্গবন্ধুর ভাষণ ফুটিয়ে তোলায় তাদের ধন্যবাদ জানান তিনি। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকারসহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Related News
সড়ক দূর্ঘটনায় সাংবাদিক মকসুদ নিহত
সড়ক দূর্ঘটনায় সাংবাদিক মকসুদ নিহত সিলেটে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে গভীর রাতে এক মর্মান্তিক সড়কRead More
তামাবিল স্থলবন্দরে দুই ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
তামাবিল স্থলবন্দরের বিশিষ্ট দুই ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা ডেস্ক রিপোর্ট: সিলেটেরRead More