দুই শিশুসহ ৩ জনকে হত্যা, নিউজার্সির বাসিন্দা গ্রেপ্তার

নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রে ফেসবুকে দেয়া পোস্টের জেরে নিউইয়র্কে দুজন শিশু এবং এক কলেজ ছাত্রকে খুন করা হয়েছে। তাদের মা’সহ আরও দুইজনকে হত্যার জন্য নির্যাতন করা হলেও সৌভাগ্যক্রমে তারা বেঁচে যান।
এ অভিযোগে এক ব্যক্তিকে নিউজার্সি থেকে গ্রেপ্তার করা হয়েছে। ফেসবুকে দেওয়া এক পোস্টের কারণে রাগান্বিত হয়ে অভিযুক্ত ব্যক্তি বাড়িতে ঢুকে দুই শিশু এবং এক কলেজ ছাত্রকে হত্যা করে বলে প্রসেকিউটর শনিবার জানিয়েছে।
প্রসিকিউটর জানায়, অভিযুক্ত ব্যাক্তির নাম জেরেমি আ্যারিংটন (৩১)। নিউ ইয়র্কে এক বাড়িতে তিনি ৬ জনকে বেধে নির্যাতন করছিলেন। যাদের তিনজন মারা যায়।
মৃতদের একজনের নাম এ্যারিয়েল (৮ বছর)। ১১ বছর বয়স্ক আল-জাহন এবং ২৩ বছর বয়স্ক সিয়াসীয়া। সিয়াসীয়া কলেজ ছাত্র ছিল।
শিশুদের মা (বয়স ২৯) এবং তার ১৩ বছর বয়স্ক আরও দু জমজ সন্তান আহত হলেও বেঁচে যায়।
জমজদের একজন কোনভাবে পালিয়ে যায় এবং পুলিশকে ফোন করে এরপর তাদের উদ্ধার করা হয়। তাদের নিউইয়র্ক ইউনিভার্সিটি হসপিটালে নেয়া হয়েছে।
আ্যারিংটনের বিরুদ্ধে কয়েকটি অভিযোগ আনা হয়েছে এবং ১৮ এপ্রিল বিচারকার্য পরিচালনা করা হবে। সেখানে তার সম্ভাব্য শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হতে পারে।
Related News

হজের খুতবা সম্প্রচার হবে বাংলাসহ ১৪ ভাষায়
ইসলাম ডেস্ক: পবিত্র হজের খুতবা এবার বাংলাসহ ১৪টি ভাষায় সৌদি আরবের সরকারি ওয়েবসাইট থেকে লাইভRead More

যিলহজ্ব মাসের প্রথম দশকের বিশেষ আমল: আমাদের করণীয়
যিলহজ্বের মাসের প্রথম দশকের বিশেষ আমল : আমাদের করণীয় ফাহাদ মারুফ: যিলহজ্বের প্রথম দশকের বিশেষRead More