১১ মাসে পবিত্র কোরআনের হাফেজ হলো ৮ বছরের শিশু

ইসলাম ডেস্ক:
মাত্র ১১ মাসে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে আহমাদুল্লাহ। মাত্র আট বছরের এই শিশু রাজধানীর মিরপুরস্থ কাজীপাড়ার ‘মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ ঢাকা’র হিফজ বিভাগের ছাত্র। দুই শিক্ষক হাফেজ রবিউল ইসলাম ও হাফেজ মাওলানা আবু তালহার অক্লান্ত পরিশ্রমে এত কম সময়ে হাফেজ হতে পেরেছে পড়াশোনায় অত্যন্ত মনোযোগী আহমাদুল্লাহ।
আহমাদুল্লাহ মাদারীপুর জেলার শিবচর থানার সাদিপুর গ্রামের কারী শহিদুল ইসলামের ছেলে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে সে পবিত্র কোরআন মুখস্থ শেষ করে। এই খবর নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক মুফতী মামুন আব্দুল্লাহ কাসেমী।
আহমাদুল্লাহর হিফজ সম্পন্ন উপলক্ষে মারকাযুদ দিরাসায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত অতিথিদের সামনে সে তার শেষ সবক প্রদান করে। তার সমাপনী সবক শোনেন প্রতিষ্ঠানটির সভাপতি ও ‘দারুল উলুম ঢাকা’র প্রিন্সিপাল মুফতী রেজাউল হক মোহাম্মদ আব্দুল্লাহ।
হাফেজ আহমাদুল্লাহর সুন্দর ভবিষ্যৎ কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার মামা ও অভিভাবক মুফতী কামাল হুসাইন কাসেমী।
Related News

সুদের টাকা দান করলে সওয়াব হবে?
ধর্ম ডেস্ক: দুনিয়াতে সাতটি ধ্বংসাত্মক মহাপাপ আছে। তন্মধ্যে অন্যতম হলো সুদ। রাসুলে আকরাম (সা.) বলেছেন,Read More

১৪ নারী ছাড়াও আরও যাদের বিয়ে করা হারাম
ধর্ম ডেস্ক: ইসলামী শরীয়তের দৃষ্টিতে নারী-পুরুষদের জন্য ১৪ জনকে মাহরাম হিসেবে গণ্য করা হয়েছে। যাদেরRead More