স্পেনের মেলিলায় রেকর্ড অভিবাসী ঢল
ডেস্ক রিপোর্ট:
গত দুইদিনে হাজারো অভিবাসী স্পেনের ছিটমহল মেলিলায় প্রবেশের চেষ্টা চালিয়েছেন৷ এরমধ্যে প্রায় ৯০০ জন সফল হয়েছেন৷ ঝুঁকিপূর্ণ উপায়ে সীমান্ত পার হতে গিয়ে আহত হয়েছেন অনেকে৷ অভিবাসীদের বাধা দিতে গিয়ে জখম হয়েছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরাও৷
সরকারি পরিসংখ্যান অনুযায়ী বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় ১২০০ অভিবাসী মেলিলা সীমান্তের কাছে অবস্থান নেন৷ তার আগের দিনে জড়ো হন দুই হাজার ৫০০ জন৷ স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, স্প্যানিশ ছিটমহলটিতে একসঙ্গে এত অভিবাসী এর আগে কখনও ঢোকার চেষ্টা করেনি৷
সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার ভোর ছয়টা নাগাদ অভিবাসীদের বড় একটি দলকে সীমান্ত বেড়ার কাছে দেখতে পান স্প্যানিশ পুলিশ৷ ‘‘সাতটা ২৫ মিনিটের দিকে তারা মরক্কোর নিরাপত্তা বাহিনীকে অতিক্রম করে বেড়া পার হতে শুরু করেন…তারা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর ছোঁড়েন এবং হুক ও লাঠি ব্যবহার করেন৷’’ সেসময় ৩৮০ জন একসঙ্গে সীমান্ত অতিক্রম করেন বলে জানান তিনি৷ প্রাথমিক তথ্য অনুযায়ী, স্পেনের গার্ডিয়া সিভিল পুলিশের চারজন সদস্য এই ঘটনায় আহত হয়েছেন৷
এর আগে বুধবার সকালে রেকর্ড দুই হাজার ৫০০ অভিবাসী একসঙ্গে সীমান্ত অতিক্রমের চেষ্টা করেন৷ সফল হন ৪৯১ জন৷ স্প্যানিশ সরকারের মেলিলা প্রতিনিধি সাবরিনা মোহ স্থানীয় রেডিও স্টেশন কাদেনা কোপেকে বলেন, দুই হাজারের বেশি অভিবাসী সীমান্ত অতিক্রমের এই প্রচেষ্টায় তারা বিস্মিত৷ স্থানীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে অভিবাসীদের সঙ্গে মরক্কোর সীমান্তরক্ষী বাহিনীর সহিংসতা ঘটনা ঘটেছে৷ এতে ২০ অভিবাসী ও স্প্যানিশ সিভিল গার্ডের ১৬ জন আহত হয়েছেন৷ অভিবাসীরা দুই স্তর বিশিষ্ট ২০ ফুট উঁচু বেড়া পার হওয়ার জন্য জুতার সঙ্গে বিশেষ স্ক্র লাগিয়ে নেন৷
বুধবার সীমান্ত পেরোতে সক্ষম হয়েছেন ৪৯১ জন৷ অনলাইনে কোপের পোস্ট করা এক ভিডিওতে ছিটমহলটিতে প্রবেশ করাদের উল্লাস করতে দেখা যায়৷
দারিদ্র্য ও সহিংসতা থেকে নিস্তার পেতে স্পেনের ৮৫ হাজার বাসিন্দার মেলিলা ও অন্য ছিটমহল সেউটাতে বিভিন্ন সময়ে প্রবেশের চেষ্টা করে আসছেন উত্তর আফ্রিকার মানুষ৷ সফল হলে সেখান থেকে স্পেনের মূল ভূখণ্ড বা ইউরোপের অন্য দেশে পাড়ি জমানোর চেষ্টা করেন তারা৷
স্পেনের অধীনে থাকলেও ছিটমহল দুইটিকে নিজেদের বলে দাবি করে আসছে মরক্কো৷ এ নিয়ে দীর্ঘদিন ধরে দুই দেশের বিরোধ চলছে৷ গত বছর শুধু মেলিলাতে অনিয়মিত উপায়ে এক হাজার ৯২ অভিবাসী প্রবেশ করেছেন৷ সেউটাতে আসেন আরো কয়েক হাজার৷
Related News
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত দুবাই ভ্রমণের পরিকল্পনাকারী ভারতীয় পর্যটকদের জন্য সংযুক্ত আরবRead More
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিকRead More