বাংলাদেশকে সবুজ তালিকার অন্তর্ভুক্ত করল ফ্রান্স
নিউজ ডেস্ক:
বাংলাদেশের ওপর থেকে করোনার নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফ্রান্স। দেশটি বাংলাদেশকে সবুজ তালিকার অন্তর্ভুক্ত করেছে।
বৃহস্পতিবার (৩ মার্চ) মার্চ রাতে ফ্রান্সের প্যারিসের বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।
এতে বলা হয়, ফ্রান্সের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ সিদ্ধান্ত বৃহস্পতিবার (৩ মার্চ) থেকে কার্যকর হয়েছে। এর ফলে বাংলাদেশ থেকে আসা যাত্রীদের মধ্যে যাদের ফাইজার, মডার্না, অ্যাস্ট্রেজেনেকা এবং জনসনের টিকা দেওয়া থাকবে তাদের দেশটিতে পৌঁছানো এবং ত্যাগ করতে আর করোনা পরীক্ষার প্রয়োজন হবে না। অর্থাৎ বাংলাদেশ থেকে ফ্রান্সে পৌঁছানোর জন্য টিকা গ্রহণের একটি প্রমাণই যথেষ্ট হবে।
অন্যদিকে বাংলাদেশ থেকে টিকাবিহীনদের ফ্রান্স ভ্রমণের ক্ষেত্রে আরটি-পিসিআর পরীক্ষা বাধ্যবাধকতা থাকবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্যারিসে বাংলাদেশ দূতাবাস বাংলাদেশিদের ফ্রান্স ভ্রমণে করোনা নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালাচ্ছিল। কোভিড-১৯ পরিস্থিতির সন্তোষজনক উন্নতি হওয়ায় বাংলাদেশের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলো।
Related News
মিশিগানে সৈয়দপুর কমিউনিটির আত্মপ্রকাশ, ১১ সদস্যের কমিটি ঘোষণা
মিশিগানে সৈয়দপুর কমিউনিটির আত্মপ্রকাশ, ১১ সদস্যের কমিটি ঘোষণা সৈয়দ শিব্বির আহমেদকে সভাপতি ও সৈয়দ ইয়াহিয়াকেRead More
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিশু নিহত
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিশু নিহত সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে স্কুল পড়ুয়াRead More