কমলগঞ্জে টমটমের ধাক্কায় শিশু নিহত
নিউজ ডেস্ক:
মৌলভীবাজারের কমলগঞ্জে টমটমের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে আলেপুর এলাকায় ইউনিয়ন ভূমি অফিস-ছলিম বাজার রোডে দুর্ঘটনা ঘটেছে।
জানা যায়, পৌর এলাকার উত্তর আলেপুর এলাকায় ইউনিয়ন ভূমি অফিস-ছলিম বাজার রোডে ব্যাটারিচালিত একটি টমটমের দ্রুতগতিতে ধাক্কায় অটোরিক্সা চালক মো. ছালেক মিয়ার মেয়ে তানিয়া আক্তার (৬) গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শিশুটির মৃত্যু হয়। দুর্ঘটনার সময় উত্তেজিত জনতা টমটম আটক করলেও এর চালক পালিয়ে যায়।
স্থানীয়রা পুলিশকে ঘটনা অবহিত করলে থানার এসআই আলাউদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে শান্ত করে।
শিশু মৃত্যুর সত্যতা নিশ্চিত করে নিহত তানিয়ার বাবা মো. ছালেক মিয়া বলেন, আমার মেয়ে মৃত্যুর দায়ি ব্যক্তিকে আইনে আওতায় এনে শাস্তি দেওয়া হউক।
এসআই আলাউদ্দিন বলেন, চালক পালিয়ে গেলেও টমটম আটক করা হয়েছে।
Related News
সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক
সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক চলতি বোরো আবাদ মৌসুমে সুনামগঞ্জের বেশ কয়েকটি হাওরে জলাবদ্ধতার কারণেRead More
ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: মির্জা ফখরুল
ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,Read More