অনলাইনে বিমানের টিকিট বিক্রি ও সেবা কার্যক্রম চালু
নিউজ ডেস্ক:
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রযুক্তিখাতের আধুনিকায়নের মাধ্যমে যাত্রীসেবার মানোন্নয়নে ও ব্যবসা প্রসারের লক্ষ্যে সেবর কর্পোরেশনের মাধ্যমে নতুন প্যাসেঞ্জার সার্ভিস সিস্টেম (পিএসএস) ও অনলাইন সেবা পুনরায় চালু করেছে।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিমানের আধুনিক পিএসএস সেবা ও ই-কমার্স চালু করা হয়।
এখন থেকে বিমানের যাত্রীরা অনলাইনের টিকিট কিনতে পারবেন। পাবেন অন্যান্য সেবাও।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
বিমানের অফিসিয়াল ওয়েবসাইট ( www.biman-airlines.com ) থেকে টিকিট কেনা যাবে। এছাড়া বিমানের কল সেন্টার ( +৮৮ ০১৯৯০ ৯৯৭ ৯৯৭ ) থেকেও নানা সেবা পাবেন যাত্রীরা।
এসময় উপস্থিত ছিলেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. আবু সালেহ্ মোস্তফা কামাল, বিমানের পরিচালকবৃন্দ, সেবর কর্পোরেশনের প্রতিনিধিগণ।
আসছে ২৬ মার্চ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা- টরেন্টো সরাসরি ফ্লাইট পরিচালনা করবে বলেও জানানো হয়েছে সংবাদ সম্মেলনে।
Related News
অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে উন্মুখ দ. কোরিয়া
অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে উন্মুখ দ. কোরিয়া শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বেRead More
সেনাবাহিনী জনগণের পাশে আছে এবং থাকবে: সেনাপ্রধান
সেনাবাহিনী জনগণের পাশে আছে এবং থাকবে: সেনাপ্রধান ঢাকা: জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যেকোনো প্রয়োজনে বাংলাদেশRead More