নামাজে একই সুরা পড়ে ফেললে যা করবেন
ধর্ম ডেস্ক:
দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ। ফরজ নামাজ ছাড়াও সুন্নত, ওয়াজিব ও বিভিন্ন নফল নামাজ রয়েছে। কেউ জামাতে নামাজ পড়লে ইমাম সুরা-কিরাত পড়েন। আর একাকী নামাজ পড়লে— তখন মুসল্লি নিজে পড়ে থাকেন। এটা শরিয়তের নিয়ম।
এখন প্রশ্ন হলো- কোনো নামাজের প্রথম দুই রাকাতে কেউ যদি ভুল করে— একই সুরা দুইবার পড়ে ফেলে; তাহলে কি নামাজ শুদ্ধ হবে? নাকি সাহু সিজদাহ দেওয়া লাগবে?
এই প্রশ্নের উত্তর হলো- ইচ্ছাকৃত নামাজের উভয় রাকাতে কেউ যদি একই সুরা পাঠ করে, তাহলে বিষয়টি অনুত্তম। তবে এ ভুলের কারণে সাহু সিজদা দিতে হয় না। (ফাতাওয়া বাজ্জাজিয়া : ৪/৪০; রাদ্দুল মুহতার : ১/৫৪৬ )
কেননা, আল্লাহর রাসুল (সা.) সাধারণত এমনটি করতেন না। তবে একবারের ঘটনা হাদিস শরিফে এভাবে এসেছে, মুআজ ইবনে আবদুল্লাহ আল-জুহানি (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, জুহায়না গোত্রের এক ব্যক্তি তাকে জানান যে, তিনি নবী কারিম (সা.)-কে ফজরের নামাজের উভয় রাকাতে সুরা ‘ইযা যুলযিলাতিল আরধ’ পড়তে শুনেছেন। তিনি আরও বলেন, আমি জানি না আল্লাহর রাসুল (সা.) ভুলবশত এমন করেছিলেন নাকি ইচ্ছাকৃতভাবে তা পড়েছিলেন। (আবু দাউদ, হাদিস : ৮১৬)
আল্লাহ তাআলা আমাদের সঠিকভাবে ও যথাসময়ে নামাজ আদায় করার তাওফিক দান করুন।
প্রশ্নটি করেছেন : রাশেদ নাইম সায়েম
Related News
মজার ছলে কাউকে গালি দেওয়া কি ঠিক?
মজার ছলে কাউকে গালি দেওয়া কি ঠিক? আড্ডার সময়ে বন্ধুরা একে অপরের সঙ্গে বিভিন্ন ধরনেরRead More
যৌবনকালের ইবাদতের গুরুত্ব নিয়ে যা বললেন আজহারী
যৌবনকালের ইবাদতের গুরুত্ব নিয়ে যা বললেন আজহারী যৌবনকালের ইবাদত একটি লাভজনক ইনভেস্টমেন্ট বলে মন্তব্য করেছেনRead More