নামাজে একই সুরা পড়ে ফেললে যা করবেন
ধর্ম ডেস্ক:
দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ। ফরজ নামাজ ছাড়াও সুন্নত, ওয়াজিব ও বিভিন্ন নফল নামাজ রয়েছে। কেউ জামাতে নামাজ পড়লে ইমাম সুরা-কিরাত পড়েন। আর একাকী নামাজ পড়লে— তখন মুসল্লি নিজে পড়ে থাকেন। এটা শরিয়তের নিয়ম।
এখন প্রশ্ন হলো- কোনো নামাজের প্রথম দুই রাকাতে কেউ যদি ভুল করে— একই সুরা দুইবার পড়ে ফেলে; তাহলে কি নামাজ শুদ্ধ হবে? নাকি সাহু সিজদাহ দেওয়া লাগবে?
এই প্রশ্নের উত্তর হলো- ইচ্ছাকৃত নামাজের উভয় রাকাতে কেউ যদি একই সুরা পাঠ করে, তাহলে বিষয়টি অনুত্তম। তবে এ ভুলের কারণে সাহু সিজদা দিতে হয় না। (ফাতাওয়া বাজ্জাজিয়া : ৪/৪০; রাদ্দুল মুহতার : ১/৫৪৬ )
কেননা, আল্লাহর রাসুল (সা.) সাধারণত এমনটি করতেন না। তবে একবারের ঘটনা হাদিস শরিফে এভাবে এসেছে, মুআজ ইবনে আবদুল্লাহ আল-জুহানি (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, জুহায়না গোত্রের এক ব্যক্তি তাকে জানান যে, তিনি নবী কারিম (সা.)-কে ফজরের নামাজের উভয় রাকাতে সুরা ‘ইযা যুলযিলাতিল আরধ’ পড়তে শুনেছেন। তিনি আরও বলেন, আমি জানি না আল্লাহর রাসুল (সা.) ভুলবশত এমন করেছিলেন নাকি ইচ্ছাকৃতভাবে তা পড়েছিলেন। (আবু দাউদ, হাদিস : ৮১৬)
আল্লাহ তাআলা আমাদের সঠিকভাবে ও যথাসময়ে নামাজ আদায় করার তাওফিক দান করুন।
প্রশ্নটি করেছেন : রাশেদ নাইম সায়েম
Related News
দান করে ছবি তোলা যাবে? ইসলাম কী বলে
দান করে ছবি তোলা যাবে? ইসলাম কী বলে বিপদ-আপদে মানুষের পাশে মানুষ দাঁড়ায়, সহযোগিতায় এগিয়েRead More
সামান্য নেক আমলও পরকালে যেভাবে মুক্তি দেবে
সামান্য নেক আমলও পরকালে যেভাবে মুক্তি দেবে একজন মুসলমানের পূর্ণাঙ্গ জীবন বিধান পবিত্র গ্রন্থ আলRead More