নোয়াখালীতে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৪
নিউজ ডেস্ক:
নোয়াখালীর সোনাইমুড়ীতে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। রোববার (২৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের বজরা বাজারে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সোনাইমুড়ীর সিএনজি চালক পারভেজ (৩৫), সোনাইমুড়ীর আমিশাপাড়ার কেশবপুর গ্রামের মোবারক মাস্টার বাড়ির মৃত তবারক উল্যাহর ছেলে মামুনুর রহমান (৪০) ও যশোরের জসিম (৪০)। ৪০ বছর বয়সী অপর একজনের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী আহমদ উল্লাহ সবুজ বলেন, বেপরোয়া গতিতে আসা পিকআপের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই সিএনজিতে থাকা চালকসহ ৩ জন নিহত হন। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পর মামুনুর রহমান (৪০) মারা যান।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর মামুনুর রহমান (৪০) মারা যান। মরদেহ নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রয়েছে।
Related News
বাংলাদেশি নার্স নেবে সৌদি আরব: তথ্য পাঠানোর আহ্বান বোয়েসেল’র
সৌদি আরবে আফরাস ট্রেডিং এন্ড কন্ট্রাকটিং কোম্পানিতে ফিমেল নার্সিং স্পেশালিস্ট হিসেবে বাংলাদেশি নার্স নিয়োগ দেয়াRead More
“সিন্ডিকেট ভাঙতে সরকার সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে”
“সিন্ডিকেট ভাঙতে সরকার সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে” শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়াRead More