যুক্তরাষ্ট্রে হুক্কা বারে গোলাগুলিতে নিহত ১, আহত ১৪

নিউজ ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের একটি হুক্কা লাউঞ্জে দুই পক্ষের ঝগড়ার একপর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার ভোররাতে ১৪ জনকে গুলি করা হলে একজন মারা গেছেন এবং দুজনের অবস্থা গুরুতর।
লাস ভেগাসের পুলিশ কর্মকর্তা ক্যাপ্টেন ডোরি কোরেন বলেন, লাস ভেগাসের একটি হুক্কা লাউঞ্জে এটি পার্টি চলছিল। স্থানীয় সময় ভোররাত ৩টা ১৫ মিনিটের দিকে সেখানে দুজন লোক ঝগড়ায় জড়িয়ে পড়েন এবং গুলি বিনিময় করেন। এতে একাধিক লোক আহত হন।
পরে জরুরি নম্বর ৯১১ এ ফোন পেয়ে ওই হুক্কা বারে যায় পুলিশ।
কোরেন সাংবাদিকদের জানান, কাউকে গ্রেপ্তার করা হয়নি।
প্রত্যক্ষদর্শীদের থেকে অবিলম্বে কোনো সন্দেহভাজনের বর্ণনা মেলেনি। তবে আততায়ীর খোঁজে তল্লাশি ও তদন্ত জারি আছে বলে জানিয়েছে পুলিশ।
Related News

ওমরাহ পালনে নারীদের পোশাক নির্ধারণ করে দিল সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক: মক্কা নগরীতে অবস্থিত পবিত্র কাবা শরীফে ওমরাহ করতে যাওয়া নারীরা কী ধরণের পোশাকRead More

অনিয়মিত অভিবাসন নিয়ে নতুন ভাবনায় সুইডেন
নিউজ ডেস্ক: সুইডেনে অবস্থানরত অনিয়মিত অভিবাসীদের প্রশাসনিক পরিস্থিতি সম্পর্কে জানানো বাধ্যতামূলক করা নিয়ে একটি প্রস্তাবRead More