যুক্তরাষ্ট্রে হুক্কা বারে গোলাগুলিতে নিহত ১, আহত ১৪

নিউজ ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের একটি হুক্কা লাউঞ্জে দুই পক্ষের ঝগড়ার একপর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার ভোররাতে ১৪ জনকে গুলি করা হলে একজন মারা গেছেন এবং দুজনের অবস্থা গুরুতর।
লাস ভেগাসের পুলিশ কর্মকর্তা ক্যাপ্টেন ডোরি কোরেন বলেন, লাস ভেগাসের একটি হুক্কা লাউঞ্জে এটি পার্টি চলছিল। স্থানীয় সময় ভোররাত ৩টা ১৫ মিনিটের দিকে সেখানে দুজন লোক ঝগড়ায় জড়িয়ে পড়েন এবং গুলি বিনিময় করেন। এতে একাধিক লোক আহত হন।
পরে জরুরি নম্বর ৯১১ এ ফোন পেয়ে ওই হুক্কা বারে যায় পুলিশ।
কোরেন সাংবাদিকদের জানান, কাউকে গ্রেপ্তার করা হয়নি।
প্রত্যক্ষদর্শীদের থেকে অবিলম্বে কোনো সন্দেহভাজনের বর্ণনা মেলেনি। তবে আততায়ীর খোঁজে তল্লাশি ও তদন্ত জারি আছে বলে জানিয়েছে পুলিশ।
Related News

আসাম-মেঘালয়-অরুণাচলে বন্যায় ১১৯ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: আসামে বন্যায় ২৪ ঘণ্টায় ২ শিশু ও ২ পুলিশ সদস্যসহ আরও ১০ জনRead More

ইন্দোনেশিয়ায় পাম তেল ইস্যু: বাণিজ্যমন্ত্রী বরখাস্ত
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় পাম তেল রপ্তানি নিয়ে চরম বিশৃঙ্খলার মুখে দেশটির বাণিজ্যমন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে।Read More