মাত্র ৯৪ দিনেই হাফেজ হলেন জাকারিয়া

নিউজ ডেস্ক:
মাত্র ৯৪ দিনে পবিত্র আল-কোরআন শরীফের ৩০ পারা মুখস্ত করেছেন ১১ বছরের শিশু মোহাম্মদ জাকারিয়া বাবু।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে আনুষ্ঠানিকভাবে আল-কোরআনের শেষ ছবক গ্রহণের মাধ্যমে তিনি ৩০ পারার হাফেজ হন।
হাফেজ জাকারিয়া ধুনট উপজেলার গোপালনগর গ্রামের মুহাব্বত আলীর ছেলে। সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখীতে অবস্থিত ‘কাজিপুর আল জামিয়াতুল মাদানিয়া (মাদরাসা)’ থেকে হেফজ সম্পন্ন করেছেন।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ওই মাদরাসায় অনুষ্ঠিত হেফজ অনুষ্ঠানে শেষ ছবক নেন মোহাম্মদ জাকারিয়া। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের শিক্ষা সচিব মুফতি ইব্রাহিম খলিলুল্লাহ, হল সুপার মুফতি আবু হোরায়রা, হাফেজ জাকারিয়ার ভাই মোহাম্মদ এমদাদ হোসেন প্রমুখ।
মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা হাসান আলী জানান, গত বছরের ৪ সেপ্টেম্বর জাকারিয়া কোরআনের প্রথম পাঠ নেন। সাপ্তাহিক, মাসিকসহ বিভিন্ন ছুটি বাদে মাত্র ৯৪ দিনে তিনি কোরআনের হাফেজ হয়েছেন।
কাজিপুর আর জামিয়াতুল মাদানিয়া মাদরাসার মুহতামিম মুফতি আবু নাঈম ফয়জুল্লাহ বলেন, ‘মোহাম্মদ জাকারিয়া একজন বিস্ময় বালক। তার বয়স মাত্র ১১ বছর। এই বয়সে মাত্র ৯৪ দিন শিক্ষা নিয়ে সে হাফেজ হয়েছে। এ কারণে সোমবার আমরা আনুষ্ঠানিকভাবে তাকে কুরআনের হাফেজ হিসেবে স্বীকৃতি দিয়েছি। আশা করি সে অনেক দূর এগিয়ে যাবে। ’
Related News

মজার ছলে কাউকে গালি দেওয়া কি ঠিক?
মজার ছলে কাউকে গালি দেওয়া কি ঠিক? আড্ডার সময়ে বন্ধুরা একে অপরের সঙ্গে বিভিন্ন ধরনেরRead More

যৌবনকালের ইবাদতের গুরুত্ব নিয়ে যা বললেন আজহারী
যৌবনকালের ইবাদতের গুরুত্ব নিয়ে যা বললেন আজহারী যৌবনকালের ইবাদত একটি লাভজনক ইনভেস্টমেন্ট বলে মন্তব্য করেছেনRead More