পবিত্র রমজান মাসে ওমরাহ পালনে চলছে বুকিং

ধর্ম ডেস্ক:
পবিত্র মাহে রমজান মাস ঘনিয়ে আসার সাথে সাথে উন্মুক্ত করা হয়েছে ‘তাওয়াক্কলনা অ্যাপ্লিকেশন। পবিত্র রমজান মাসে ধর্মপ্রাণ মুসল্লিদের ওমরাহ পালনের জন্য আগে থেকে অ্যাপে বুকিং করে রাখতে আবেদনের সকল পথ চালু করা হয়েছে।
তাওয়াক্কলনা অ্যাপ্লিকেশনটি ‘মানসিক গেট’ নামে একটি নতুন আইকন যুক্ত করেছে, যা ওমরাহ পালন করতে ইচ্ছুক ব্যক্তিদের এটির মাধ্যমে বুক করতে সক্ষম করে।
অ্যাপ্লিকেশনটি চালু করা হয়েছে যাতে সৌদি নাগরিক ও বাসিন্দারা তাদের ওমরাহ পালনে নিজেদের উপযুক্তসময় বেছে নিতে পারেন। যার মধ্যে রয়েছে সারা দিন এবং রাতে ১২ বার। এছাড়া ওমরাহ পালনের সময় নির্ধারিত দুই ঘণ্টা সেখানে অবস্থান করতে পারেন।
এটি উল্লেখ্য যে রমজান মাসে শুক্রবারের দিনগুলিতে ওমরাহ পালনের জন্য সর্বোচ্চ আবেদন পড়ে, বাকি দিনগুলিতে খুব বেশি ভিড় দেখা যায় না।
Related News

দেশের অন্যতম ছোট মসজিদ সিলেটের রাজনগরে!
বিদেশবার্তা২৪ ডেস্ক: সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ব্রাহ্মণগাঁও কাজী খন্দকার মাজার এলাকায় দেখা মিললRead More

সাদাকা মহান আল্লাহর গোস্কাকে ঠাণ্ডা করে দেয়: আসজাদ মাদানি
বিদেশবার্তা২৪ ডেস্ক: সাদাকা মহান আল্লাহর গোস্বাকে ঠাণ্ডা করে দেয়। সাদাকা শেষ বিচারের দিনে মুমিন বান্দাকেRead More