নিউ জার্সির পার্কে পাওয়া সেই মৃত নারীর পরিচয় শনাক্ত

নিউজ ডেস্ক:
নিউ জার্সির ওয়াটার ফ্রন্ট পার্কের তীরে পাওয়া মৃত নারীকে শনাক্ত করতে সক্ষম হয়েছে পুলিশ। বিষয়টি জনসম্মুখে আনায় সোশ্যাল মিডিয়াকে ধন্যবাদ দিয়েছে নিউজার্সি পুলিশ কর্তৃপক্ষ।
পুলিশ মৃত নারীর মুখের স্কেচ অঙ্কন করে প্রকাশ করেছিল। যাতে কোনভাবে তাকে শনাক্ত বা কোন ক্লু পাওয়া যায়।
এরপর সোশাল মিডিয়ার কারনে তাকে শনাক্ত করা যায়। শুক্রবার দুপুরে নিউজার্সি স্টেট পুলিশ টুইট করেছে, ‘সোশাল মিডিয়ার কারনে মহিলাকে শনাক্ত করা সম্ভব হয়েছে, তাদের সবাইকে ধন্যবাদ যারা পোস্টটি শেয়ার করেছেন। তবে পুলিশ কর্তৃপক্ষ মহিলার পরিচয় প্রকাশ করেন নি।
২ ফেব্রুয়ারি পার্কের তীরে ওই নারীর মৃতদেহ পাওয়া যায় এবং মধ্যপ্রাচ্যের বংশদ্ভূত বলে বিশ্বাস করা হয়।
পুলিশ জানায়, তিনি ডুবে মারা গেছেন এবং তার শরীরে ট্রমার কোন চিহ্ন পাওয়া যায়নি। তবে ওই নারীর বয়স ২০, উচ্চতা ৫ ফিট, ওজন ১২৫ পাউন্ড। তার পরনে কালো এ্যাডিডাস প্যান্ট, গাঢ় ধূসর রঙ্গা শার্ট, কালো জ্যাকেট এবং এ্যাডিডাস স্নিকার ছিল।
Related News

গ্রিস উপকূলে নৌকাডুবি: তিনজনের মৃত্যু, নিখোঁজ অনেক
আন্তর্জাতিক ডেস্ক: গ্রিস লেসবস উপকূলে ফের নৌকাডুবির ঘটনায় অন্তত তিনজন মারা গেছেন। নিখোঁজ হয়েছেন আরোRead More

অভিবাসীদের আফ্রিকায় বিতাড়ন চায় জার্মানিও
আন্তর্জাতিক ডেস্ক: জার্মাানিতে থাকার অধিকার নেই এমন আশ্রয় প্রত্যাশীদের আফ্রিকার কোন দেশে স্থানান্তর করতে চায়Read More