ভিসা আবেদনকারীদের ইন্টারভিউয়ের মেয়াদ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক:
মহামারী করোনার কারণে যোগ্য প্রার্থীদের জন্য ভিসা ইন্টারভিউ প্রোগ্রাম বাতিল করা হয়েছিল। মহামারীর কারনে ভিসা আবেদন প্রক্রিয়াকরণ করার ক্ষমতা সীমিত হওয়ায় এ পদক্ষেপ নিয়েছিল এজেন্সিগুলো।
এবার বাছাই করা ভিসা আবেদনকারীর ইন্টারভিউয়ের সময়সীমা বাড়িয়েছে স্টেট ডিপার্টমেন্ট। একই সাথে ভিসা ফি মওকুফের হারও বাড়ানো হয়েছে। এবিএসসিএন নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
ইউএস কনস্যুলার অফিস, ওয়াশিংটন অ্যাম্বাসিসহ দ্বিতীয়বার ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে সরাসরি ইন্টারভিউ প্রক্রিয়া বাতিল করা হয়েছে।
তবে ইমিগ্রেশন আইনজীবী মাইকেল গুরফিনকেল বলেন, প্রথমবার আবেদনকারীদের ক্ষেত্রে সরাসরি ইন্টারভিউ প্রোগ্রামে অংশগ্রহণ করতে হবে।
যোগ্যতা অর্জনের জন্য, ভ্রমণকারীদের অবশ্যই যা থাকতে হবে:
১.বি১/বি২ ভিজিটর ভিসা ১০ বছরের জন্য বৈধ।
২.পূর্বের বৈধ ভিসা বা ৪৮ মাসের মধ্যে মেয়াদোত্তীর্ণ হওয়া ভিসা।
৩.একই ক্যাটেগরিতে আবেদন করা আগের পাসপোর্ট সহ ভিসা।
৪.আগের অনুমোদন করা ভিসা।
৫.আবেদনকারী ইউএসসিএস এর মাধ্যমে স্টাটাস পরিবর্তন বা বাড়ানোর অনুরোধ করেনি।
আবেদনকারী যদি ইন্টারভিউয়ে যোগ্য বলে বিবেচিত না হন তাহলে আবেদনপত্রটি কুরিয়ারে করে ফেরত পাঠানো হবে। এরপর আবেদনকারীকে সরাসরি ইন্টারভিউয়ে অংশগ্রহণ করতে হবে।
তবে যদি ভিসা আবেদন অনুমোদন করা হলে আবেদনকারীর ঠিকানায় ভিসা এবং পাসপোর্টে পাঠানো হবে।
ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস অনুসারে, নির্দিষ্ট কিছু নন-ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারীদের জন্য ব্যক্তিগত সাক্ষাৎকারের প্রয়োজনীয়তা মওকুফ করার বর্ধিত অথরিটি H1, H3, H4, L, O, P এবং Q আবেদনকারীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। যদি আবেদনকারীরা কিছু শর্ত পূরণ করে।
যারা ইউএস ভিসা ইন্টারভিউ বাইপাস করতে অনুমোদিত তারা একটি চেকলিস্টসহ একটি দাবিত্যাগ সংক্রান্ত নিশ্চিতকরণ চিঠি পাবেন।
আবেদনকারীদের তারপর যেকোনো এলবিসি কুরিয়ার আউটলেটে নিশ্চিতকরণ চিঠিতে উল্লেখিত নথিসহ তাদের পাসপোর্ট ফেলে দিতে হবে।
যদি আবেদনকারীকে ইন্টারভিউ ওয়েভার পরিষেবার জন্য যোগ্য হিসেবে বিবেচিত না হন, তাহলে আবেদনটি কুরিয়ারের মাধ্যমে ফেরত দেওয়া হবে এবং সেই আবেদনকারীকে ব্যক্তিগত ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ করতে হবে।
কিন্তু ভিসার আবেদন অনুমোদিত হলে, আবেদনকারীর পাসপোর্ট এবং ভিসা আবেদনকারীর দেওয়া ঠিকানায় পৌঁছে দেওয়া হবে।
Related News

ইতালিতে অননুমোদিত অভিবাসী গ্রেপ্তারে অভিযান, গ্রেপ্তার ৩
বিদেশবার্তা২৪ ডেস্ক: ইতালির বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালিয়ে তিনব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ৷ অননুমোদিত অভিবাসনেরRead More

সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র
বিদেশবার্তা২৪ ডেস্ক: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক আরও এগিয়ে নিতে সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন মার্কিনRead More